শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার🪔 চোখ ধাঁধানো কিছু light💥 অসাধারণ দিস্য 2025 রাজহাটি To নন্দনপুর
Автор: BIG DADDY Music (Vlogs)
Загружено: 2025-11-01
Просмотров: 92
শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার🪔 চোখ ধাঁধানো কিছু light💥 অসাধারণ দিস্য⚡ রাজহাটি To নন্দনপুর #light #dj
#rajhati
#viral
#minivlog
#sound
জগদ্ধাত্রী পুজো আমাদের বাঙালির এক অনন্য উৎসব। মা জগদ্ধাত্রী দেবীকে শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয়, তিনি দেবী দুর্গারই এক রূপ, যিনি অহংকার বিনাশ করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন। এই পুজো বিশেষ করে চন্দননগর, কৃষ্ণনগর, হুগলি, ও চেতলায় অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। চারিদিকে আলো, সাজসজ্জা, প্রতিমার সৌন্দর্য আর মেলায় ভরে ওঠে শহর। প্রতিমা সাধারণত সিংহের পিঠে বসা, হাতে ত্রিশূল, শঙ্খ ও চক্র ধারণ করে আছেন। পুজোর দিনগুলোতে ভক্তরা উপবাস, আরতি, ভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আনন্দ দেন। জগদ্ধাত্রী পুজো একদিকে ধর্মীয় ভক্তি, অন্যদিকে সামাজিক মিলনের উৎসব। মা জগদ্ধাত্রী সকলের জীবনে শান্তি, শক্তি ও কল্যাণ আনুন। জয় মা জগদ্ধাত্রী!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: