অপারেশন ছাড়াই নাকের পলিপ থেকে মুক্তির গ্যারান্টি। ডাঃ আবু বকর সিদ্দিক, মোবাইল ০১৭৩৩-১৬২৯৭৬.
Автор: Dr. Abu Bakor Siddique 3
Загружено: 2024-08-30
Просмотров: 213
অপারেশন ছাড়াই নাকের পলিপ থেকে মুক্তির গ্যারান্টি। ডাঃ আবু বকর সিদ্দিক, মোবাইল ০১৭৩৩-১৬২৯৭৬.অপারেশন ছাড়া নাকের পলিপ মুক্তির গ্যারান্টি | নাকে পলিপের চিকিৎসা। ডাঃ আবু বকর সিদ্দিক |মুন-ইমা হোমিও
#নাকেপলিপাসহলেকীকরবেন #পলিপ #নাকেপলিপেরচিকিৎসা #polyps #অপারেশনছাড়ানাকেরপলিপমুক্তিরগ্যারান্টি
পলিপাস কী? আমাদের মাথার খুলির মধ্যে নাকের হাড়ের আশেপাশে কিছু বায়ুপূর্ণ স্থান থাকে। এদের প্যারান্যাসাল সাইনাস বলা হয়। অবস্থান অনুযায়ী এদের বিভিন্ন নাম আছে। যেমন- ফ্রন্টাল ম্যাক্সিলারি, ইথময়ডাল, স্ফেনয়েড ইত্যাদি।
পলিপাস হলো এই নাক এবং প্যারান্যাসাল সাইনাস এর মধ্যকার মিউকাস টিস্যুর অতিরিক্ত বৃদ্ধি।
পলিপাস তিন ধরনের- ১। সাধারণ মিউকাস পলিপাস- পলিপাস এর মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং এলার্জি জনিত কারণে হয়।
২। ফাংগাল পলিপাস- রাইনো স্পোরিডিয়াম সিবেরি নামক একটি ফাংগাল ইনফেকশনের কারণে হয়।
৩। নেওপ্লাস্টিক- নাকের মধ্যে টিউমার বা ক্যান্সার জনিত কারণে সৃষ্টি হয়। যেহেতু পলিপাস বলতে আমরা সাধারণত মিউকাস পলিপাস কেই বুঝি তাই আমাদের আলোচনা এই ধরনের পলিপাস এর মধ্যে সীমাবদ্ধ রাখব। এলার্জির জন্য প্রথমে ফুলে উঠলেও পরে মিউকাছের উপর অভিকর্ষের টান, ইনফেকশন ও নাক বন্ধ হওয়ার জন্য নিঃশ্বাসের চাপের স্পর্শে সাইনাসের মিউকাস টিস্যুগুলো আরো স্পষ্টভাবে ফুলে ওঠে। একেই ন্যাসাল পলিপাস বলা হয়।
পলিপাস সম্পকে আলোচনা করছেনঃ
ডাঃ আবু বকর সিদ্দিক
MADHMS
জটিল ও দূরারোগ্যব্যাধির চিকিৎসক ও গবেষক।
সভাপতি
DHMS ডক্টরস এসোসিয়েশন,
মোহাম্মাদপুর শাখা।
চেম্বারের ঠিকানা:
মুন-ইমা হোমিও কমপ্লেক্স
বাড়ি-৩৯,রোড-৪,ব্লক-ডি, ঢাকা উদ্যান,
মুহাম্মদপুর, ঢাকা,বাংলাদেশ।
বিস্তারিত জানতে ফোন করুনঃ
Whatsapp/imo📲+8801733-162976
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: