কেয়ামতের যেসব আলামত প্রকাশ পাচ্ছে । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2025-11-28
Просмотров: 288356
#কেয়ামত
কেয়ামত বা মহাপ্রলয় কখন হবে, কোরআন ও হাদিসে তা স্পষ্ট উল্লেখ না থাকলেও কেয়ামতের আগে ছোট-বড় অনেক আলামতের কথা বলা হয়েছে। যেগুলো মধ্যে কয়েকটি আলামত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।
নবীজি (সা.) তার উম্মতকে সতর্ক করার জন্য কেয়ামতের ছোট এবং বড় আলামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ছোট আলামতগুলোর অনেকটাই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, কিন্তু বড় আলামতগুলো এখনও দেখা যায়নি।
বর্ণনায় ছোট আলামতগুলোর বিষয়ে বলা হয়েছে, ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন, আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় পরিণত হওয়া এবং মদ্যপান, ব্যভিচার ও সুদের ব্যাপক বিস্তার পাওয়া। মহানবী (সা.) আরও বলেন, তার আগমনই কেয়ামতের প্রথম আলামত। আবু হুরায়রা (র.) বর্ণিত সহীহ বুখারীর হাদিসে রাসুল (সা.) তার দুই আঙুল পাশাপাশি করে বলেন, যেমন এই আঙুল দুটি কাছাকাছি, আমাকেও কেয়ামতের ঠিক তেমন কাছাকাছি সময়ে পাঠানো হয়েছে [সহীহ বুখারী]।
আরেকটি বড় আলামতের বর্ণনায় নবীজি (সা.) বলেন, কেয়ামতের আগে তুমি দেখবে, খালি পায়ের বেদুঈনরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে কে বড় ইমারত নির্মাণ করতে পারে। [সহীহ মুসলিম] এই ভবিষ্যদ্বাণী আজ বাস্তব, যেখানে ৭০ থেকে ১০০ বছর আগের অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত আরবরা একের পর এক বহুতল ভবন নির্মাণ করছে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা।
হাদিসে আরও এসেছে, কেয়ামতের আগে মসজিদগুলো রাজপ্রাসাদের মতো সাজানো হবে এবং হত্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমনকি হত্যাকারী ও নিহত কেউই জানবে না কেন এ ঘটনা ঘটছে। সুদের ব্যাপক বিস্তারও কেয়ামতের আলামত হিসেবে বর্ণিত হয়েছে। নবীজি (সা.) বলেছেন, মানুষ সুদের ধুলা থেকেও রেহাই পাবে না। এছাড়াও বলা হয়েছে কেয়ামতের আগে স্বাক্ষরতার হার বাড়বে, কিন্তু প্রকৃত জ্ঞান কমে যাবে।
পবিত্র কোরআনে আরও বর্ণিত হয়েছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?’ (সূরা মুহাম্মদ, আয়াত : ১৮)
বড় আলামতগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব, হাদিসের বর্ণনামতে, ‘দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে।’(মুসলিম- কিতাবুল ফিতান)।
মুসলিম শরীফে হুযাইফা ইবনে আসীদ আল-গিফারী (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, দশটি বড় আলামত দেখা না পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। এ দশটি বড় আলামত হবে,
১. ধোঁয়া। ২. দাজ্জালের আগমন। ৩. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুদ এক প্রাণীর আগমন। ৪. পশ্চিম আকাশে সূর্যোদয়। ৫. ঈসা ইবনে মারইয়ামের আগমন। ৬. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব। ৭. পূর্বে ভূমি ধ্বস। ৮. পশ্চিমে ভূমি ধ্বস। ৯. আরব উপদ্বীপে ভূমি ধ্বস। ১০. সবশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে। (মুসলিম, কিতাবুল ফিতান)
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
⨳𝗛𝗮𝘀𝗵𝘁𝗮𝗴𝘀⨳
#bijoytv #news #নিউজ #বিজয় #বিজয়_টিভি #bijoytvnews #banglanews #newsbangla #bdnews #newsbd
⨳𝗞𝗲𝘆𝘄𝗼𝗿𝗱𝘀⨳
latest bangladeshi news | বিজয়_টিভি | Bijoy TV | Bijoy TV news | আজকের খবর | Bijoy | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Bangladeshi television | Live News | Live TV
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: