কেন দুর্দিন শুরু হল TMC-র? | Politics | BJP | West Bengal
Автор: POLITICAL DAILY
Загружено: 2025-11-10
Просмотров: 70619
পশ্চিমবঙ্গে আবার সক্রিয় ইডি-সিবিআই, ভোটের আগে তীব্র রাজনৈতিক চাপা উত্তেজনা
পশ্চিমবঙ্গে আবারও ED CBI Active in West Bengal — সম্প্রতি একাধিক পুরনো মামলায় নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি (Enforcement Directorate) ও সিবিআই (Central Bureau of Investigation)। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এমনকি পৌরসভা নিয়োগ অনিয়ম—সব ক্ষেত্রেই ফের হাজিরা, তলব এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক মহলে ফের বেড়েছে গরম হাওয়া।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সংস্থার এই নতুন তৎপরতা রাজনৈতিক বার্তাবাহী। তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে CBI ED action in Bengal বাড়াচ্ছে, যাতে বিরোধীদের ভয় দেখানো যায়। অপরদিকে বিজেপি বলছে, তদন্ত সংস্থা তাদের মতো স্বাধীনভাবে কাজ করছে, দুর্নীতির মামলায় কেউ ছাড় পাবে না।
সাম্প্রতিক সপ্তাহে West Bengal corruption case investigation নিয়ে একাধিক পদক্ষেপে দেখা গেছে ইডি অফিসারদের দল রাজ্যের বিভিন্ন জেলায় হানা দিচ্ছে। একই সঙ্গে সিবিআই কলকাতা ও আশপাশের এলাকায় নথি সংগ্রহ ও সাক্ষী জিজ্ঞাসাবাদে নামছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২১-এর পর থেকে রাজ্যে যে দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হয়েছেন, তারই ধারাবাহিকতায় এই নতুন তৎপরতা। যদিও রাজনৈতিকভাবে এই পদক্ষেপে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব ফের তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ED CBI Active in West Bengal, CBI ED action in Bengal, West Bengal corruption case investigation, Bengal politics news, Trinamool vs BJP West Bengal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: