Fuad ft. Anila n Sumon : Shopnogulo Tomar Moto
Автор: vagbnd
Загружено: 2011-02-26
Просмотров: 300902
Fuad ft. Anila n Sumon : Shopnogulo Tomar Moto ♥ ( For Lyrics ↓ )
Lyrics :
অভিমানে তোমার চলে যাওয়া
তোমার জন্য সব ভুলে থাকা।
জীবন মানে বাঁচার অভিনয়
মৃত্যু মানে তোমায় না পাওয়ার ভয়।
কাচের দেয়াল ভাঙ্গার মত
তোমায় ভাঙ্গি ইচ্ছে মত,
আমার কেন ভালো লাগে না
কোন কিছুই তোমার মত
যখন তুমি একা থাকো
আগুন জ্বলে আলোর মতো
নিজের কাছে লুকিয়ে রাখি
স্বপ্নগুলো তোমার মতো।
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে
অভিমানের নদীর তীরে,
শুধু তোমায় বলতে ভালোবাসি
আমি বারে বার আসবো ফিরে।
Repeat
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: