জীর্ণশীর্ণ অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে বিরুলিয়ার জমিদার বাড়ি || BIRULIA JOMIDAR BARI || MUNNI'S VLOG
Автор: Munni's Vlog
Загружено: 2023-03-05
Просмотров: 17850
বিরুলিয়ার ইতিহাস-ঐতিহ্য ও জমিদার বাড়ির লোক চক্ষুর অন্তরালে রয়ে গেছে। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো-ছিটানো বেশ কয়েকটি জমিদার বাড়ি যা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি ছাড়া রজনীকান্তের আর কোন সম্পত্তি অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারলাম ১০০ বছর আগে নলিনী মোহন সাহার কাছ থেকে ৮৯৬০ টাকা ৪ আনি অর্থের বিনিময়ে রজনীকান্ত ঘোষ এ বাড়িটি কিনে নেন। বিভিন্ন স্থানে রজনীকান্ত ঘোষের সম্পত্তি থাকলেও বর্তমানে শুধুমাত্র বিরুলিয়া জমিদার বাড়িটি দখলের হাত থেকে অবশিষ্ট আছে। ১৯৬৪ সালের দাঙ্গার সময় মূল্যবান সব জিনিস লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোন সম্পত্তি অবশিষ্ট নেই। বর্তমানে সংস্কারের অভাবে শেওলা ধরেছে। বটগাছ সহ বিভিন্ন ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন নিজের মত ব্যবহার ও বসবাস করে বলে নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো। জমিদার বাড়ির আশেপাশে আরও কয়েকটি ভবন চোখে পড়ে। সেখানে একসময় বসতি ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় পিতৃপুরুষদের। বংশী ও তুরাগ নদী পথে তারা ব্যবসা-বাণিজ্য করতেন। তারা এখানে বসে নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারি। নদীর পাড়ে সাক্ষী হিসেবে শেষ মাথায় শতবর্ষী বটগাছ রয়েছে। শতবর্ষী হলেও এর বয়স নাকি ২০০ থেকে ৩০০ বছর হবে।
#birulia_jomidarbari #বিরুলিয়া_জমিদারবাড়ি #dhaka
Background Music:
/ @no_copyright_vibes  / ncvnocopyrightvib... Instagram :💬 / shuvo_ghosh. . Facebook :💬 / shuvo.ghosh4. .
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: