বাইশমৌজা বাজার‼️ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে মহিশ থেকে সুই, সবকিছুই পাবেন।
Автор: Jubaer Tapos vlogs
Загружено: 2025-11-18
Просмотров: 174
বাইশমৌজা বাজার, নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলার কৃষক তাঁর কৃষিপণ্য বাইশমৌজা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগী শুটকি মেঘনার টাটকা মাছ গ্রামের টাটকা তরিতরকারি এই বাজারে পাবেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলখানা মোড় থেকে লালপুর / বাইশমৌজা বাজারে যাওয়ার জন্য CNG গাড়ী পেয়ে যাবেন। ভাড়া ৬০+২০ টাকা লাগবে প্রতিজন। এছাড়া নবীনগর, ভৈরব, আশুগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে লঞ্চ বা নৌকা দিয়ে বাইশমৌজা বাজারে আসতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: