চেকের মামলায় সাফাই সাক্ষী ও আসামী খালাস।।safai witness of cheque dishonor case
Автор: LAW TIPS BD
Загружено: 2024-04-29
Просмотров: 5039
মোবাইল ফোনের মাধ্যমে আইনি পরামর্শ পেতে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ৫১০ টাকা বিকাশ করে পরামর্শ নিতে পারবেন। সরাসরি সাক্ষাৎ করে আইনী পরামর্শ নিতে চাইলে ০১৭১৬-৮৫৬৭২৮ নম্বরে ১৫৩০ টাকা বিকাশ করে সাক্ষাতের সময়সূচি জেনে নিয়ে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চেম্বারে আসতে হবে। ঠিকানা: ব্যারিষ্টার দোলন এন্ড এ্যাসোসিয়েটস, প্রেস্টিজ হোমস (১ম তলা), চিটাগাং হোটেলের সামনে, সেগুনবাগিচা, ঢাকা। অথবা প্রামাণিক ল’ চেম্বার, জজ কোর্ট চত্ত্বর, কুষ্টিয়া। This Channel does not promote and encourage any illegal content, illegal activities. The aim and objects of this channel is to create a law-conscious population.
বন্ধুরা আজ চেক ডিসঅনার মামলায় আসামীর নির্দোষিতা প্রমাণের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। চেক ডিসঅনার মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের জেরা এবং সাফাই সাক্ষী দিয়ে আসামী তার নির্দোষিতা প্রমাণ করতে পারে। চেকের ১৩৮ ধারার মামলাতে আসামীপক্ষ থেকে যে সমস্ত ডিফেন্স নেয়া যায় সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি---। ১। মামলাটি যদি সঠিক আদালতে দায়ের না করা হয়ে থাকে ২। চেক ডিসঅনার হওয়ার আগেই যদি মামলা দায়ের হয় ৩। ৪৩ ধারা মতে চেকের যদি কোন কলাম পূরণ না করা হয়ে থাকে, ৪। ৫৮ ধারা মতে চেকটি প্রতারণামূলকভাবে বা চুরি করে মামলা দায়ের করা হয়ে থাকে, ৫। আসামীকে যদি ১৩৮ ধারার নোটিশ না দেয়া হয়ে থাকে, ৬। আসামীকে টাকা পরিশোধের জন্য ৩০ দিন সময় দেয়া না হয়ে থাকে, ৭। নালিশী দরখাস্তে মামলা উদ্ভব হওয়ার কারণ উল্লেখ না থাকলে ৮। মামলাটি আইন নির্ধারিত সময় সীমার মধ্যে দায়ের হয়ে না থাকলে,৯। চেকটি ৬ মাসের মধ্যে নগদায়নের জন্য জমা না হয়ে থাকলে ১০। চেকটি ০৬ মাস অতিবাহিত হওয়ার পর ডিসঅনার হলে
১১। ১৩৮ ধারার শর্তাবলী পালিত না হলে ১২। মামলা দায়েরের আগেই বাদীর দাবীকৃত টাকা আসামী নগদে পরিশোধ করে থাকলে আবার চেকের উপর ওভাররাইটিং থাকলে কিংবা টে¤পারিং করে তর্কিত চেকের টাকার অংক পরিবর্তন করলেও আসামী খালাস পাবে। এক্ষেত্রে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ২০১০ সালে ডিসিআর ১ নং ভলিউমের ১০৮ পৃষ্ঠায় একটি দারুন সিদ্ধান্ত দিয়েছেন। আবার আসামীর স্বাক্ষর, টাকার অংক এবং পেয়ীর নাম ভিন্ন হাতের লেখা হলে এনআই এ্যাক্টের ৩ (ই) ধারার বিধান অনুসারে এটাকে ইস্যুয়েন্স অব চেক বলা যাবে না। সেই চেক আইনানুগভাবে বৈধ হবে না। এ বিষয়ে ৫৬ ডিএলআর ৬৩৬ পৃষ্ঠায় একটি দারুন সিদ্ধান্ত আছে। উপরোক্ত কারণসমূহের যে কোন একটি পালিত না হলে চেক ডিসঅনারের মামলায় আসামী খালাস পেতে পারেন।
#seraj_pramanik
#lawtips
#law_tips_bd
#criminal_case
#negotiableinstrument
#negotiable
#niact
#chequebounce
#chequebounceinunsecured
#chequeespecial #niact #criminal_case #land_law #divorce
• চেকের মামলায় আসামী খালাস প্রাপ্তির তিনটি স...
• চেকের মামলায় আসামী কেন খালাস পায়।।acquitta...
• চেকের মামলায় মুক্তি লাভের উপায়।।How to get...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: