২৩ আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পাবে শাকিবের 'তুফান' | Toofan | Polli Tv
Автор: POLLI TV
Загружено: 2024-08-21
Просмотров: 195
২৩ আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পাবে শাকিবের 'তুফান' | Toofan | Polli Tv
মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘তুফান’
আমন্ত্রন জানাচ্ছি পল্লী টিভির বিনোদন মূলক নিয়োমিত অনুষ্ঠা মিডিয়া গসিফে –
দর্শক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘তুফান’ এবার মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়। জানা গেছে, আসছে ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশটির কয়েকটি শহরে। বিস্তারিত জানাতে সেঙ্গে আছি আমি--- চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে--
গত ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তি পায় ঢাকায়। পরে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিংগাপুরেও ছবিটি মুক্তির খবর পাওয়া গিয়েছিল।জানা গেছে, সেন্সর জটিলতার কারণে দুবার পেছানোর পর গতকাল মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজ মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট পেয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, ‘তুফান মুক্তি পাচ্ছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দর্শকের জন্য।’ ‘তুফান’ ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার দুই নায়িকা নাবিলা ও মিমি চক্রবর্তী। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: