শরিফা চাষ বানিজ্যিক ভাবে অত্যান্ত লাভজনক একটি চাষ। কৃষকের কথা
Автор: কৃষকের কথা
Загружено: 2023-10-07
Просмотров: 261
শরিফা চাষ বানিজ্যিক ভাবে অত্যান্ত লাভজনক একটি চাষ। এক বিঘা শরিফা থেকে প্রথম বছরেই কমপক্ষে একলক্ষ টাকা আয় করা সম্ভব। গাছ যত বড় হবে ততো বেশি ফল ধরবে, সেক্ষেত্রে বলা যায় বছরে আয়ও একলক্ষ টাকার উপরে বাড়বে। অর্থাৎ ফল বেশি হলে টাকাও বেশি হবে। আর পরিচর্যা নেই বললেই চলে। বছরে এক-দুইবার স্প্রে করলেই চলে। সব সময় বাজার মূল্য ৩০০/৩৫০ টাকা পাওয়া যায়। অনেক সময় বাজার দর বেড়ে ৫০০/৬০০ পর্যন্ত হয়ে যায়। সব মিলিয়ে বলা যায় খুব লাভজনক একটা চাষ। আরও বেশি জানতে ভিডিওটিত দেখতে পারেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: