আমি কোথায় পাব তারে | Ami Kothay Pabo Tare | Lyrical | Gagan Harkara | Baul Gaan
Автор: Music Gantha
Загружено: 2023-09-23
Просмотров: 9602
আমরা প্রতিনিয়ত মনের মানুষকে খুঁজে ফিরি। কিন্তু তাঁর দেখা মেলা অত্যন্ত দুরূহ। তাই কবি বলেছেন ”আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে”।
Song Credit:
Song: Ami Kothay Pabo Tare
Lyrics: Gagan Harkara
Singer: Laxmandas Baul
Music Label: Asha Audio
Let's listen to "Ami Kothay Pabo Tare" and always stay updated with the latest special music by subscribing to "Music Gantha" and ringing the notification bell.
Song Lyrics:
আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
মরি হায়, হায় রে
আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
বিচ্ছেদে প্রাণ কেমন করে
দেখ না তোরা হৃদয়ে এসে, দেখ না তোরা হৃদয়ে এসে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
দিবো তার তুলনা কি, যার প্রেমে জগত সুখী
হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে
মরি হায়, হায় রে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে
ও সে না জানি কি কুহক জানে
না জানি কুহক জানে
অলক্ষ্যে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
কুল-মান সব গেল রে, তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা সে রে
ও তার বসত কোথা না জেনে তায় গগন ভেবে মরে
ও সে মানুষের উদ্দিশ যদি জানিস
মানুষের উদ্দিশ যদি জানিস
কৃপা করে বলে দে রে, সুহৃদ হয়ে বলে দে রে
আমার ব্যথার ব্যাথি হয়ে বলে দে রে
কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে
আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে
কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে
আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।।
#musicgantha #amikothaypabotare
#gagan #gaganharkara
#baul_gaan #baul_song
#baulsong #baul #music
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: