SIR।Ep5। স্থগিতের দাবি কেরল CPM এর।সেলিম মীনাক্ষীরা কী চাইছেন? Prasun Acharya Journalist
Автор: Prasun Acharya Journalist
Загружено: 2025-11-30
Просмотров: 4244
সিপিএমের পলিটব্যুরো রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছে SIR হচ্ছে সাধারণ ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা বিরাট ষড়যন্ত্র। যা বিজেপি নির্বাচন কমিশনের সহযোগিতায় করছে। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ বা স্থগিতের দাবি জানিয়েছেন তাঁরা। একই দাবি আগেই জানিয়েছিল কেরলের সিপিএম নেতৃত্বে। স্যার এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি নিজে কেরলের লোক। মন্ত্রী ছিলেন। তিনি নিজে এর তীব্র বিরুদ্ধে। এমনকি কেরলের রাজ্য সম্পাদক গোবিন্দন অব্দি। এঁরা সকলেই পলিটব্যুরোর সদস্য। তাঁরা বুঝতে পারছেন এই স্যার আসলে বিজেপি ও আর এস এসের একটা বিরাট চক্রান্ত। মুসলিম, দলিত, আদিবাসী, প্রান্তিক গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা বিরাট ডিজাইন। কিন্তু বাংলার সিপিএম এখনও এই মতে পুরো বিশ্বাস করে এমন কোনও প্রমাণ নেই। বরং তারা মনে করছে, তৃণমূল জমানায় যে মৃত এবং বোগাস ভোটারদের নাম তালিকায় ছিল সেগুলি বাদ দেওয়া অন্যতম উদ্দেশ্য। যা তৃণমূল ফলস ভোট হিসেবে দিত। কথাটা মিথ্যেও বলা যায় না। যে যখন ক্ষমতায় থাকে এটাই করে। সিপিএমও করত। সিপিএম বেঙ্গল ও কেরল লাইনে বিভক্ত আগেও ছিল। এখনও আছে। এই নিয়েই আলোচনা করেছেন কেরলের বর্ষীয়ান সাংবাদিক GilvesterAssari ।
#sir#eci#cpm
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: