জগন্নাথ দেবের মহাপ্রসাদ কথা | জগন্নাথ দেবের মহাপ্রসাদের রহস্য | Jagannath Dev Mahaprasad Rahasya
Автор: Krishna Kotha
Загружено: 2025-12-31
Просмотров: 55
জগন্নাথ দেবের মহাপ্রসাদ কথা | জগন্নাথ দেবের মহাপ্রসাদের রহস্য | Jagannath Dev Mahaprasad Rahasya
পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে প্রতিদিন যে প্রসাদ রান্না হয়, সেটিকে সাধারণ প্রসাদ নয় – মহাপ্রসাদ বলা হয়। কিন্তু কেন এই ‘মহা’ শব্দটি যুক্ত হয়? এর পেছনে লুকিয়ে আছে এক গহিন পৌরাণিক রহস্য। বিশ্বাস করা হয়, জগন্নাথের প্রসাদ তখনই 'মহাপ্রসাদ' নামে অভিহিত হয়, যখন তা মা বিমলা দেবীর কাছে অর্পিত হয়। অর্থাৎ, মা কালীর এক রূপ বিমলা দেবী যখন এই প্রসাদ গ্রহণ করেন, তখনই সেটি মহাত্ম্য লাভ করে।
এ প্রসাদ রান্না হয় বিশ্ববিশ্রুত 'রত্নবেদী'র খুব কাছের রান্নাঘরে, যেখানে আজও প্রাচীন নিয়ম মেনে কাঠে আগুন জ্বালিয়ে দেবতার অন্ন প্রস্তুত হয়। প্রসাদ রান্নার পাত্র থাকে মাটি দিয়ে তৈরি, এবং কিচেনের নাম ‘রোশা ঘর’। এখানে প্রায় ৫৬ রকম খাবার তৈরি হয়, যাকে বলা হয় 'ছাপান্ন ভোগ'।
আরো আশ্চর্যের বিষয় হলো, রান্নার সময় মাটির পাত্র একটির উপর আরেকটি রেখে আগুনে বসানো হলেও, সর্বোচ্চে থাকা হাঁড়িতেই খাবার আগে সেদ্ধ হয়। বিজ্ঞান এই রহস্যের উত্তর দিতে পারেনি।
জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য উন্মুক্ত — হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সবাই একসাথে বসে গ্রহণ করেন এই প্রসাদ। এই সহিষ্ণুতা ও একাত্মতাই জগন্নাথ সংস্কৃতির মূল আত্মা।
এই ভিডিওতে আমরা জানবো –
🔹 কেন বলা হয় ‘মহাপ্রসাদ’?
🔹 মহাপ্রসাদের রান্না পদ্ধতি ও নিয়ম
🔹 মা বিমলা দেবীর ভূমিকা
🔹 ‘ছাপান্ন ভোগ’ এর মাহাত্ম্য
🔹 প্রসাদ বিতরণের রহস্যময় নিয়ম
🔹 এবং কীভাবে প্রসাদ পরিণত হয় আধ্যাত্মিক শক্তির বাহকে
এই রহস্যময়, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক তথ্যগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটি শুধুমাত্র ধর্মীয় কাহিনি নয়, বরং আমাদের সংস্কৃতি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অপরূপ প্রতিফলন।
📌 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল – এমন পৌরাণিক, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক কনটেন্ট পেতে নিয়মিত।
🔔 বেল আইকন টিপতে ভুলবেন না!
#JagannathDev #MahaprasadRahasya #BimalaDevi #PuriMandir #JagannathTemple #OdishaCulture #56Bhog #HinduMythology #জগন্নাথদেব #মহাপ্রসাদ #বিমলাদেবী #পুরীমন্দির #পৌরাণিক_গল্প #SubscribeNow
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: