কামার ভাই।
Автор: MD.REZWANUL KARIM
Загружено: 2025-06-10
Просмотров: 37
"সারা বছর আমরা যাদের খোঁজ রাখি না, ঈদ এলেই হঠাৎ মনে পড়ে — তারা হলেন কামার ভাইরা।
ঈদের ছুরিতে ধার, চাপাতিতে শান — এই সবকিছুই তাদের হাতের গুণে সম্ভব হয়।
তাদের ঘামে তৈরি হয় আমাদের ঈদের প্রস্তুতি।
তবে ঈদের পরে?
আবার তারা হারিয়ে যান চোখের আড়ালে।
আবার আমরা ব্যস্ত হয়ে পড়ি নিজেদের আরাম-আয়েশে।
কিন্তু তারা?
তারা আবার লড়ে যান জীবনের সঙ্গে — নিঃশব্দে, নীরবে।
এই ঈদে চলুন কোরবানির প্রকৃত শিক্ষা নিই।
শুধু পশু নয়, কোরবানি দিই অবহেলা, শ্রেণিভেদ আর মানসিক দূরত্ব।
একটা ছোট্ট “ধন্যবাদ”, একটি হাসিমাখা “ঈদ মোবারক” — হয়তো তাদের কাছে ঈদের সবচেয়ে বড় উপহার।
🌙❤️"ঈদ হোক সম্মানের, ঈদ হোক মানবতার।
সব কামার ভাইদের প্রতি রইল হৃদয়ভরা শুভেচ্ছা। 🌙❤️" #video #unfrezzmyaccount #automobile #unfrez #viralreels #love #funny #viralvideo #duet #nature
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: