Traditional Haatbazar । বালাগঞ্জ বাজার, উসমানী নগর । আমরার বাজার
Автор: BD Village
Загружено: 2026-01-23
Просмотров: 1382
#হাট_বাজার #villagemarket #vegitablemarket #haat_bazar
ব্যবসা ও বাণিজ্যঃ
বালাগঞ্জ সদর একসময় ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নৌ-বন্দর হিসেবে ব্যবহৃত হত। সিলেট বিভাগের বিভিন্ন স্থান এমনকি দেশের অন্যান্য অঞ্চল থেকেও নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র বালাগঞ্জ ঘাট দিয়ে আনা-নেওয়া করা হত। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে এসে তাদের পন্য-সামগ্রী কেনা-বেচা করত। বালাগঞ্জ বাজার প্রধানতঃ ধান এবং শীতলপাটী’র জন্য বিখ্যাত ছিল। বর্তমানে বালাগঞ্জ সদর তার পুরনো ঐতিহ্য অনেকটা হারিয়ে ফেলেছে, তবে এ উপজেলার গোয়ালাবাজার এবং তাজপুর বাজার দিনে দিনে গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। বাজার দুটি ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে অবস্থান করায় উন্নত যাতায়াত ও পরিবহন সুবিধা ভোগ করে চলেছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: