প্রাচীন তন্ত্রবিদ্যার ইউনিভার্সিটি ৬৪ যোগিনী মন্দির
Автор: 𝗕𝗼𝗻𝗴𝗼𝗱𝘂𝘁 𝗗𝗼𝗰𝗸 -𝗧𝘃
Загружено: 2024-04-03
Просмотров: 163487
প্রাচীন ভারতের তন্ত্র-মন্ত্র জাদুবিদ্যার একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হল এই ৬৪ যোগিনী মন্দির। এই মন্দিরটি আজ থেকে প্রায় ৯৫০ বছর আগে অর্থাৎ ১০৫৫ থেকে ১০৭৫ সালের মধ্যে কচ্ছপ ঘাটা রাজপুত রাজবংশের রাজা দেবপাল নির্মাণ করেছিলেন।
মনে করা হয় এই মন্দিরের ডিজাইনের দ্বারা প্রভাবিত হয়েই ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার এডউইন লুটিয়েন ভারতের পুরাতন পার্লামেন্ট ভবনের নকশা প্রস্তুত করেছিলেন।
প্রতিষ্ঠার বেশ কয়েক বছরের মধ্যেই এই মন্দির তান্ত্রিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। বাস্তুতন্ত্রের এই মন্দির সঠিক অবস্থান ইহাকে ঘোর তন্ত্র চর্চার পিঠস্থানে পরিণত করেছিল। ধীরে ধীরে এই মন্দির হয়ে উঠেছিল প্রাচীন ভারতের তন্ত্রবিদ্যা শিক্ষার বিশ্ববিদ্যালয়।
এই ৬৪ যোগিনী মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন, এখানে রয়েছে ৬৪ টি কক্ষ। প্রত্যেকটি কক্ষে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। আর এই মন্দির পরিসরের একেবারে মাঝখানে অবস্থিত মূল গর্ভগৃহের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন আশ্চর্যভাবে দুটি শিবলিঙ্গ। এই মন্দিরটির আঞ্চলিক নাম একান্তেশ্বর মহাদেব মন্দির।
স্থানীয় মানুষদের মুখে শোনা যায়, অমাবস্যার রাতে আজও দূর-দূরান্ত থেকে বহু তান্ত্রিক অঘোরই সাধুরা এখানে এসে যোগিনী শক্তিকে জাগ্রত করে নানান অলৌকিক তন্ত্র ক্রিয়া সম্পন্ন করে থাকেন।।
পথ নির্দেশ:- হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে আপনাকে যেতে হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়া স্টেশনে। গোয়ালিয়র থেকে পুনরায় ট্রেন ধরে আপনাকে যেতে হবে মোরেনা স্টেশনে, এরপর মোরেনা স্টেশনের পিছন থেকে অটো ভাড়া করে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে তবেই গিয়ে পৌঁছাবেন ৬৪ যোগিনী মন্দিরে।
#64yoginimandir #facts #morena #history
৬৪ যোগিনী মন্দির,bongodut dock tv,mitawali 64 jogani temple,শক্তি পিঠের কাহিনী,দেবী শক্তি,যোগিনী মন্ত্র,মা কালীর সহচরী যোগিনী,যোগিনী বিদ্যা,mysterious temple of India,Madhya Pradesh tourism,তন্ত্র মন্ত্র কালা জাদু,power of black magic,৫১ সতী পিঠের কাহিনী,চৌষট্টি যোগিনী মন্দির,মা কালীর অবতার,দেবী ছিন্নমস্তা,তন্ত্রবিদ্যার শিক্ষা কেন্দ্র,অঘোরী সাধু,অঘোরী তান্ত্রিক ক্রিয়াকর্ম গুপ্ত হিন্দু তীর্থের কাহিনী
🙏 CHANNEL CONTACT DETAIL 🙏
Gmail: ✔️[email protected]
facebook page:-✔️ @bongodut dock tv
Instagram - ✔️Instagram.com/bongodut_dock_tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: