প্রথম দিন মালদ্বীপের মাফুশিতে কি করলাম, কত টাকা খরচ হলো !!! Dhaka to Maldives | Maafushi | EP-1
Автор: AL Masud Journeys
Загружено: 2024-10-31
Просмотров: 16027
ভাবুনতো, আপনি একটি দ্বীপে দাঁড়িয়ে আছেন। আর আপনার চারপাশ ঘিরে আছে অফুরন্ত জলরাশি। এই পানির রঙ কোথাও নীল, কোথাও সবুজ আবার কোথাও একটু গাড় নীল। সাদা বালির বীচ ধরে যে দিকেই হাটছেন, যে দিকেই তাকাচ্ছেন, চোখ ফেরানোটা কঠিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন কত যত্ন করে সবকিছু সাজিয়ে রেখেছেন। মালদ্বীপ দেশটা এত সুন্দর আর এখানে নানাভাবে সময় এত সুন্দর কাটে বলেই সারা পৃথিবীর মানুষ জীবনে কোন না কোন সময় একবার মালদ্বীপ আসতে চায়। আমাদেরও সুযোগ হয়েছিল এই মালদ্বীপ ঘুরে দেখার। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম এবং আরো নানা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। তবে চলুন, আমাদের এবারের ৬ রাত ৭ দিনের মালদ্বীপ শ্রীলংকা ট্যুরের প্রথম দিনে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি মালদ্বীপের অপুর্ব লোকাল আইল্যান্ড মাফুশি ।
#travel #almasud #maldives #maafushi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: