এমন কি রহস্য লুকিয়ে আছে এই অধ্যায়ে। Gandhi Family History part-2
Автор: The Durson
Загружено: 2025-06-28
Просмотров: 20620
এমন কি রহস্য লুকিয়ে আছে এই অধ্যায়ে। Gandhi Family History part-2
about this video
এই ভিডিওতে আমরা তুলে ধরেছি ভারতের রাজনৈতিক ইতিহাসের দুটি আলোচিত ও রহস্যময় অধ্যায়।
প্রথম অংশে রয়েছে এম. ও. মাথাই-এর আত্মজীবনী Reminiscences of the Nehru Age-এর সেই বিতর্কিত অধ্যায় She, যা প্রকাশের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নানা আলোচনা ও জল্পনার জন্ম দেয়।
দ্বিতীয় অংশে আলোকপাত করা হয়েছে শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধীর ছাত্রজীবন ও এক জার্মান শিক্ষককে ঘিরে তৈরি হওয়া জনশ্রুতি ও জীবনীগ্রন্থে উল্লেখ পাওয়া তথ্যের ওপর।
আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলোকে যথাসম্ভব নিরপেক্ষভাবে উপস্থাপন করতে।
🔍 এই ভিডিওর উদ্দেশ্য ইতিহাসের আলোকে তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করা। এটি কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শকে লক্ষ্য করে তৈরি করা হয়নি।
দায়বদ্ধতা:
এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আলোচিত বিষয়গুলো বিভিন্ন বই, লেখক ও প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে কারো ব্যক্তিগত ভাবাবেগে আঘাত করা বা কোনো বিতর্ক উস্কে দেওয়ার উদ্দেশ্য নেই।
👍 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
#gandhifamily
#santiniketan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: