হরফুল আতফের তারকিব। تركيب حرف العطف Learn how to use Arabic conjunction in sentence |হরফে আতফ
Автор: Faithful tube
Загружено: 2024-09-28
Просмотров: 960
হরফে আতফ (حروف العطف) এর আলোচনা। নাহু সরফ
হরফুল আতফের তারকিব, تركيب حرف العطف
Learn how to use Arabic conjunction in sentence , হরফে আতফ
Arabic Grammar Lesson Haroof e ataf urdu/hindi حروف عطف عربي گرائمر
আজ আমরা আরবি ব্যাকরণ এর আরেকটি টপিক আলোচনা করেছি। এগুলো হচ্ছে অব্যয়পদ। আরবিতে বলা হয় হরফে আতফ। হরফে আতফ কয়টি ও কি কি উদাহরণ ও অর্থসহ বাক্যে ব্যবহার করে দেখানো হয়েছে। যদিও ভিডিওটি একটু বড় হয়েছে আশা করি দর্শকগণ উপকৃত হবেন যদি ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখেন। শেষে একটি তারকিব করে দেখানো হয়েছে।
#Arabic_conjunction
#harfe_atf
#হারফে_আতফ
এসো আরবির তারকিব
#তারকিবের_ব্যবহার। #Tarkeeb #tarkib_class
তারকিব করার নিয়ম।কিভাবে তারকীব করতে হয়। Tarkib korar niyom .
#spoken_arabic#learn_arobic #speak_arabic #tarkib_class
#তারকিবের_ব্যবহার।#Tarkeeb
#How_to_make_Arabic_Sentence #Faithful_Tube.
#spoken_arabic #فنون_العربية_محمد_حسين
#learn_arobic
#speak_arabic
#তারকিবের_ব্যবহার। #Tarkeeb #tarkib_class
#আরবি_বাক্যে_ইবারত_প্রদানের_পদ্ধতি
#আরবি ইবারত কিভাবে পড়বেন
#হরকত #السعودية #arabic #arabic_reading #arabic_ebarot
📃আরবি ভাষা অনলাইন কোর্স🗞️
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📖 আরবি ভাষা,কোরআন ও হাদীসের ভাষা, এটা জান্নাতের ভাষা। সুতরাং আরবী ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন - সুন্নাহ বুঝা অসম্ভব। আর একজন মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমানের একটা স্বপ্ন থাকে, সে পবিত্র কুরআন মাজীদ ও হাদীস শরীফ অর্থ সহকারে বুঝে শুনে পড়তে। কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, সেই কারণে আমরা পারিনা। তাছাড়া আমাদের অনেকেই জেনারেল লাইনে পড়ালেখার সুবাদে আরবি ভাষা সম্পর্কে তেমন কিছু ধারণা নেই। আর যারা আলিয়া বা কওমি মাদ্রাসায় আরবি ভাষার উপর বিভিন্ন কিতাবাদী পড়েছেন, (পদ্ধতিটা ত্রুটিপূর্ণ থাকার কারণে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন)।বানীতেঃ আবু তাহের মেসবাহ হাফিঃ। কারণ একটা ভাষা শিখার ক্ষেত্রে আধুনিকতম পদ্ধতি হলো ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে মাতৃভাষার মত সহজে শিখানো। এটা সবার জানা, ভাষা আগে আসে, তারপর ব্যাকরণ। আপনাদের সর্বদিক বিবেচনা করেই আমাদের ইউটিউব চ্যানেল Faithful Tube নিলে এলো "মাতৃভাষার মত স্পোকেন আরবিক কোর্স।
বিস্তারিত জানতে আমাদের What’s app গ্রুপে জয়ে হোন।
অথবা এডমিনকে নক করুন। 01760877770
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
📝আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! আশা করি সবাই ভালো আছেন। আমাদের আরবি ক্লাস যে যেখান দেখছেন, সবাইকে মোবারকবাদ। ক্লাস সম্পর্কে আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা what's appe প্রশ্ন করতে পারেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, জাযাকাল্লাহ। whats app numbet 01648 852106
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর অথবা ডোনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ । - 01648 852106
For [email protected]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
If u have any problem with my vedio Please
Contact with me. I will delete my vedio❤
আপনাদের যে কোন প্রশ্ন, পরামর্শ বা মতামত জানাতে
আমার ইমেইল অথবা ফেসবুক ব্যবহার করতে পারেন।
You can email me here :
[email protected]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: