তুই না থাকলে | Tui Na Thakle | Heart Touching Bangla Sad Song | New Bangla Original Song 2026
Автор: Md. Sadikul Islam Sojib ( AI Music )
Загружено: 2025-11-24
Просмотров: 381
তুই না থাকলে | Tui Na Thakle | Heart Touching Bangla Sad Song | New Bangla Original Song 2025
“তুই না থাকলে” — এক গভীর হৃদয়ছোঁয়া বাংলা স্যাড সং।
প্রিয় মানুষটি দূরে থাকলে মন যে কেমন ভেঙে পড়ে, রাতগুলো কেমন নিঃসঙ্গ হয়ে যায়—তারই অনুভবকে তুলে ধরা হয়েছে এই গানে।
প্রেম, বেদনা আর মায়ার মিশেলে তৈরি এই গানের প্রতিটি লাইন আপনাকে ছুঁয়ে যাবে।
🎧 হেডফোনে শুনলে অনুভূতিগুলো আরও গভীর হবে।
❤️ যদি গানটি ভালো লাগে, তবে Like, Comment & Share করতে ভুলবেন না।
📌 Subscribe করে পাশে থাকুন নতুন নতুন গানের জন্য।
---
🎵 Lyrics (লিরিক্স):
তুই না থাকলে এক একটা রাত কি যে হাহাকার
মনের ভেতর জমে থাকে অজস্র ভারি অন্ধকার।
তুই না থাকলে এক একটা রাত কি যে হাহাকার
মনের ভেতর জমে থাকে অজস্র ভারি অন্ধকার।
ও… নিশি রাতে চাঁদের আলোও
এমন ফাঁকা লাগে কেন?
তোর স্পর্শহীন এই পথগুলো
চেনা হলেও অচেনা যেন।
তুই না থাকলে এক একটা রাত কি যে হাহাকার
মনের ভেতর জমে থাকে অজস্র ভারি অন্ধকার।
ও… চোখের ভেতর নীরব কাঁদন
হৃদয়টাকে করে ক্ষত-বিক্ষত
তোর অনুপস্থিতি প্রতিটা ক্ষণ
মনে বাজে ভাঙা বীণার মতো।
ও… চোখের ভেতর নীরব কাঁদন
হৃদয়টাকে করে ক্ষত-বিক্ষত
তোর অনুপস্থিতি প্রতিটা ক্ষণ
মনে বাজে ভাঙা বীণার মতো।
ও… আমায় ছেড়ে কোনোদিন
দূরে যাস না কখনো
তুই ছাড়া এ পৃথিবীতে
বাঁচবো কি করে বলো?
তুই না থাকলে এক একটা রাত কি যে হাহাকার
মনের ভেতর জমে থাকে অজস্র ভারি অন্ধকার।
ও… হাজার জীবন চাই না তোকে,
একটা জীবন হলেই যথেষ্ট
প্রাণের ভেতর শ্বাসের মতো
তুই থাকলেই জীবন সম্পূর্ণ।
ও… হাজার জীবন চাই না তোকে,
একটা জীবন হলেই যথেষ্ট
প্রাণের ভেতর শ্বাসের মতো
তুই থাকলেই জীবন সম্পূর্ণ।
এই জীবনের প্রতিটা ধাপে
হারিয়ে যাব না আর
তুই থাকলে কেমন করে
ফুরিয়ে যাবে অন্ধকার।
তুই না থাকলে এক একটা রাত কি যে হাহাকার
মনের ভেতর জমে থাকে অজস্র ভারি অন্ধকার।
---
#TuiNaThakle #BanglaSadSong #BanglaSong2025 #NewBanglaSong #BanglaMusic #SadSongBangla #HeartTouchingSong #BrokenHeartSong #BanglaLyrics #NewSong2025 #EmotionalSong #LoveSongBangla #AI_Music #BanglaRomanticSong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: