নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে মুখ খুললেন বাপ্পারাজ | Bapparaj | Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 21 мая 2025 г.
Просмотров: 765 просмотров
#Bapparaj #বাপ্পারাজ
সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে মুক্তির ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা বাপ্পারাজ। তিনি ফারিয়ার গ্রেপ্তারের যৌক্তিকতা এবং দুই দিনের মধ্যে তার জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
নুসরাত ফারিয়া প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘নুসরাত ফারিয়াকে কেনই বা গ্রেপ্তার করা হলো? আবার দুই দিন পর জামিনে মুক্তি দেওয়া হলো। কেস থাকলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা তো হেনস্থার মতোই হলো।
তিনি আরও বলেন, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। আমি কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। শিল্পীদেরও রাজনীতি থেকে দূরে থাকা উচিত। যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তার অভিনয় ক্যারিয়ার শেষ করে নতুন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে যাওয়া উচিত।
বাপ্পারাজ শিল্পী সমিতির সাম্প্রতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘একসময় শিল্পী সমিতি একটি দলের মুখপাত্র হয়ে গিয়েছিল। বাইরের লোকজনকে এনে সমিতির মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হতো, ছবি তোলা হতো। এগুলো শিল্পীদের কাজ নয়। আমরা যখন শিল্পী ছিলাম, তখন আমরা সমাজের জন্য কাজ করতাম। কিন্তু এখন শিল্পী সমিতি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। শিল্পীরা তোষামোদ করে সুযোগ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন।’
বাপ্পারাজ নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘আমি আওয়ামী লীগ, বিএনপি- সব দলের অনুষ্ঠানে গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমরা কখনো সুযোগ নিতে চাইনি। আমরা আমাদের পেশাগত কাজ করেছি। যারা সুযোগ নিতে গিয়েছেন, তারাই সমস্যায় পড়েছেন।’
বাপ্পারাজের এই বক্তব্য শিল্পী সম্প্রদায় ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শিল্পীদের পেশাগত সততা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের কাজ হলো শিল্প সৃষ্টি করা, রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়া নয়।’
copyright © BIJOY ENTERTAINMENT Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: