সাইপ্রাস দুই ভাগ হয়ে গিয়েছিলো কেন | আদ্যোপান্ত | Why is Cyprus divided
Автор: ADYOPANTO
Загружено: 2023-05-29
Просмотров: 703725
তুরস্ক সাইপ্রাসের উত্তর অংশ দখলে নিয়ে নতুন দেশ তৈরি করেছে কেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : / adyopanto
ভূমধ্যসাগরের পূর দিকে অবস্থিত একটি দ্বীপদেশের নাম সাইপ্রাস। ভৌগোলিকভাবে দেশটি পশ্চিম এশিয়ার অংশ হলেও সাংস্কৃতিক এবং ভূরাজনৈতিক বিচারে সাইপ্রাসকে দক্ষিণপূর্ব ইউরোপের মধ্যে বলেই বিবেচনা করা হয়। ভূমধ্যসাগরের অসংখ্য দ্বীপের মধ্যে ৩য় বৃহত্তম এই দ্বীপটি ৩য় জনবহুলও বটে। হাজার বছরের ইতিহাসে এই দ্বীপটি বহুবার বহির্শক্তির আক্রমণের স্বীকার হয়েছে। কৌশলগত অবস্থানের কারণেই মূলত বারবার শত্রুদের চোখে পড়েছে সাইপ্রাস। ইতিহাসের বিভিন্ন সময়ে গ্রীক, রোমান, ফরাসী, আরব এবং তুর্কিরা এই দ্বীপের দখল নিয়ে শাসন চালায়।
সর্বশেষ ১৯৭৪ সালে এই দ্বীপদেশটিকে নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে গ্রীস ও তুরস্ক। ওই যুদ্ধের পর থেকে সাইপ্রাস রাজনৈতিক, সামরিক ও জাতিগতভাবে দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে দেশটির দুই তৃতীয়াংশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নিয়ন্ত্রণ করে। বাকি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক সমর্থিত সরকার যা মূলত উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র।
কিন্তু কেন সাইপ্রাস দু'ভাগ হলো? কেনই বা গ্রীস- তুরস্ক দেশটি নিয়ে দ্বন্দ সংঘাতে লিপ্ত থাকে ??
▶ Follow Me on Facebook:
/ damahbub
▶ Follow Me on Instagram:
/ da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: