Bana Bhante's Dhamma Deshona 9.5 (Dana, part 5)
Автор: sanjoybaruachy1
Загружено: 2011-06-17
Просмотров: 23648
জ্ঞান চক্ষু:
এক সময় শ্রদ্ধেয় বন ভন্তের জ়নৈক বিশিষ্ট উপাসক এক প্রশ্নের সমাধানের জ়ন্য রাজ়বন বিহারে উপস্তিত হয়েছেন। শ্রদ্ধা জ্ঞাপনান্তে তিনি বলেন, ভন্তে, স্বর্গ- নরগ আছে কি নেই? অনুগ্রহ পূর্বক আমাকে বুঝিয়ে বললে খুবই সন্তুষ্ট হব। বন ভন্তে বললেন- তুমি কি জ্ঞান চক্ষুতে দেখতে চাও, না শুধু চর্ম চক্ষুতে দেখতে চাও? স্বর্গ-নরগ আছে। যদি তুমি জ্ঞান চক্ষুতে দেখতে চাও, তবে জ্ঞান চক্ষু উৎপন্ন কর। নিজে নিজেই দেখতে পাবে।
চক্ষু পাচঁ প্রকার। (১) চর্ম চক্ষু (২) দিব্য চক্ষু (৩) জ্ঞান চক্ষু (৪) সামন্ত চক্ষু (৫) বুদ্ধ চক্ষু।
*চর্ম চক্ষুতে এক যোজন (ছয় মাইল) দেখা যায়।
দিব্য চক্ষুতে তিনশত যোজন দেখা যায়।
*জ্ঞান চক্ষুতে যেখানে দেখতে হয়, সেখানে দেখা যায়। স্বর্গ-নরগ এমনকি একত্রিশ লোক ভূমি পর্যন্ত দেখা যায়।
*সামন্ত চক্ষুতে সম্যক সম্বুদ্ধের ধ্যন চিত্ত সম্বন্ধে জানা যায়। যেমন অনুরুদ্ধ স্থবির সামন্ত চক্ষু বিশিষ্ট ছিলেন।
*বুদ্ধ চক্ষুতে দশ সহস্র চক্রবাল (একত্রিশ লো্ক ভূমিতে এক চক্রবাল) সম্বন্ধে পুঙ্খনুপুঙ্খরুপে অবগত হওয়া যায়।
সুতরাং তো্মার জ্ঞান চক্ষু উৎপন্ন করার প্রয়োজন। জ্ঞান চক্ষু'তে অবিদ্যা-তৃষ্ণা ধ্বংস হয় এবং যাবতীয় দুঃখ হতে মুক্ত হওয়া যায়। শ্রদ্ধেয় বন ভান্তে'র ধর্ম দেশনা শ্রবণ করে উক্ত বিশিষ্ট উপাসক অত্যন্ত সন্তষ্টচিত্তে চলে যান।
উল্লেখ্য যে-শ্রদ্ধেয় বন ভন্তে একদিন আমাকেও বলেছিলেন-চোখখোলা অবস্থায় তেমন কিছু দেখা যায় না। বরঞ্চ চোখ বন্ধ অবস্থায় সবকিছু দেখা যায়। তাতে বুঝলাম, জ্ঞান চক্ষুর দৃষ্টি শক্তির পরিধি ব্যক্ত করা মহা কঠিন ব্যপার।
"জ্ঞান চক্ষু সৃষ্টি কর যদি চাও মুক্তি,
একাগ্র চিত্তে কর শ্রদ্ধা, স্মৃতি, ভক্তি"।
*ডাঃ অরবিন্দ বড়ুয়া কর্তৃক সংকলিত বনভন্তের দেশনা- ১য় খন্ড (পৃষ্টা- ৭৬)
http://www.facebook.com/#!/pages/Bono...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: