টবে ঘেটকুল শাক চাষ। খারকোল শাক চাষ। Ghetkul sak growing in pot।
Автор: ARUN MANDAL grower
Загружено: 2021-08-11
Просмотров: 9366
@arunmandalgrower
টবে ঘেটকুল শাক চাষ। খারকোল শাক চাষ। Ghetkul sak growing in pot।
আগানে বাগানে জন্মানো এই শাক কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি। যদি বাড়িতে টবে বা উঠানে এর চাষ করি মন্দ হয় না। আমি টব হিসেবে প্লাস্টিকের বালতি নিয়েছি । বাগান থেকে কিছু চারা সংগ্রহ করেছি। তারপর বালতিতে মাটি ভরে চারা গুলো বসিয়ে দিয়েছি। মাটি র মিশ্রন ৭০% বালি মাটি,৩০% গোবর সার,৫০ গ্ৰাম সরষের খৈল গুঁড়া নিয়েছি। আর কোন সার বা সার জল ব্যবহার করিনি। মাটি শুকিয়ে গেলে জল দিয়েছি এছাড়া বর্ষার জলে এটি বেড়ে উঠেছে। এই শাকের কচি পাতা বাটা ও ডাটা ভাজা করে খেতে খুব সুস্বাদু। এর গোঁড়ায় গাটি হয় সেগুলো থেকে আবার গাছ তৈরি হয়। তাই বর্ষা মৌসুমে এই গাছের গোড়া সহ সংগ্ৰহ করে মাটিতে বসিয়ে দিলে পরবর্তী বছর বষা শুরু হলে নতুন করে গাছ তৈরি হবে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধু দের ভিডিও টি শেয়ার করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ।
#ঘেটকুলশাক
#খারকোলশাক
#Ghetkulsak
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: