ভারসাম্যহীন এই দিদিকে প্রেগনেন্ট করে পালিয়ে গেছে - হাইরে মানুষ। এখন বাচ্চাটি কাকে বাবা বলে ডাকবে?
Автор: Moner Vasha By Lalon
Загружено: 2025-10-02
Просмотров: 59757
বাবা ছাড়া সন্তানের জন্ম—
হায়রে মানুষ, মানুষ হয়েও মানুষ নয় আমরা।
আজ থেকে প্রায় তিন বছর আগে,এক অসহায়, মানসিক ভারসাম্যহীন দিদির দুর্বলতাকছ কাজে লাগিয়ে, এক মানুষরূপী রা*ক্ষ*স ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকার লোভ দেখিয়ে, তার সঙ্গে ই-ন্টি-মে-ট হয়ে সে তার জীবন ভে*ঙে দিল।
যখন জানা গেল, মেয়েটি গর্ভবতী, তখন সেই রা*ক্ষ*স নিখোঁজ হয়ে যায়।
ভ-য় দেখিয়ে বলে—কেউ যদি কেস করে, তবে রাতের আঁধারে তাদের শে-ষ করে দেবে।
ভয়ে, কাঁ-দ-তে কাঁ-দ-তে-ও, সে প্রশাসনের দ্বারস্থ হতে পারল না।কল্পনাও করতে পারি না, সেই অসহায় মায়ের অন্তরের দগদগে ব্য_থা।
এই দুর্গাপূজোয় সেই শিশু কিনতে পারেনি একটি ৫০ টাকার জামা।
তিন বছরের ছোট্ট শিশুটি আজও একাকিত্বের মধ্য দিয়ে দিন গুনছে।
আমাদের বিবেক কোথায়?
আমরা কি সত্যিই মানুষ?
চলুন, অন্তত এবার—নিজের সামর্থ্য অনুযায়ী—আমরা সেই দিদির পাশে দাঁড়াই।
একটু স্নেহ, একটু সহানুভূতি, আরেকটি শিশুর চোখে আলো জ্বালাতে পারে।
ঠিকানা: যুগন্দি কালিতলা/রায়পাড়া, ডোমকল সাবডিভিশন, মুর্শিদাবাদ।
দমকল শহর থেকে মাত্র ৫–৬ কিলোমিটার দূরে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: