এখানে কি সতিই ফাঁসি দেওয়া হত ? Dakshin Darwaza & History of Tripolia Gate|| Murshidabad
Автор: love to travel
Загружено: 2025-05-18
Просмотров: 217
মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী নিদর্শনটি হল- 'ঘণ্টা ঘর',
পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা শ্রী ইন্দ্রজিৎ ধর মহাশয়ের তত্ত্বাবধানে নবরূপায়ন করা হয়েছে।
এই সংরক্ষণ কার্যটিতে বিন্দুমাত্র সিমেন্ট ছাড়াই, শিল্পীর অত্যন্ত নৈপুণ্যতা ও সুদক্ষতার সাথে চুন-সুর্কির মিশ্রণ দ্বারাই সম্পূর্ণকরণ করা হয়েছে।
ত্রিপোলিয়া গেট
মুর্শিদকুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন চব্বাজারের কাছেই খুব সুন্দর চারটি গেট নির্মাণ করেন। তিন রাস্তার উপর তিনটে ও একটি নহবতখানা গেট। নহবত খানা গেটের তিনটি খিলানের তলা দিয়ে তিনটি রাস্তা চলে গেছে। এই সম্মিলিত গেটগুলিকে একত্রে ত্রিপোলিয়া গেট বলে। প্রবেশ দ্বারটি আসলে নিজামত কেল্লার। নহবত খানা গেটটি সম্প্রতি সংস্কার করা হয়েছে বাকী গেটগুলি জরাজীর্ণ।
চক মসজিদ
মুর্শিদাবাদের সাতগম্বুজ বিশিষ্ট একমাত্র মসজিদ চক মসজিদ। মীরজাফরের বেগম মুন্নিবেগমের নির্দেশে তৈরি হয় ১৭৬৭ সালে। মুঘল স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এই মসজিদ। ইদ, বখরিদের সময় এখানে বিশেষ নামাজের ব্যবস্থা হয়। এই মসজিদটি বৈশিষ্ট্য হলো সাতটি গম্বুজের আকার ও আয়তন এক নয়। মাঝের গম্বুজটি সবচেয়ে বড়। দুইদিকে গম্বুজগুলি ক্রমশই ছোট হয়ে এসেছে। দুই প্রান্তের গম্বুজ দুটি চতুষ্কোণ তাজিয়ার মতন। গম্বুজের নিচে পঙ্কের অপরূপ কাজ। মসজিদের সাতটি প্রবেশ দ্বারেই কারুকার্যময় খিলান। মসজিদের ধাতু নির্মিত চূড়া এর সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দিয়েছে। মসজিদে চারটি মিনার রয়েছে। সামনের মিনার দুটি বড় ও পেছনের মিনার দুটি তুলনায় অনেক ছোট। মসজিদে রয়েছে বিখ্যাত বীণা বাদক ওয়াজিদ আলি খানের সমাধি। ওয়াজিদ আলি খানের স্মৃতিতেই মসজিদটি উৎসর্গিত।
Wasif Manzil | New Palace | Murshidabad | ছোটো নবাব এর সাথে একদিন
video link : • Wasif Manzil | New Palace | Murshidabad | ...
your queries:
ghonta ghar
tripolia gate
Dakhin Darwaza
murshidabad
murshidabad tour
history of murshidabad
choto imambara
chwak masjid
sirajadolla park
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: