🪔 জুম্ম জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় জীবন কাটাচ্ছে - শ্রী ঊষাতন তালুকদার
Автор: Parbatya Chattagram Jana Samhati Samiti - PCJSS
Загружено: 2025-02-16
Просмотров: 66309
একটি রাজনৈতিক পার্টি হলো সম্মিলিত জনগণের ইচ্ছা শক্তির ফসল। পার্টি হলো উদ্দেশ্য পূরণের হাতিয়ার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জন্ম হয়েছে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা প্রেক্ষিতে জাতীয় মুক্তি অর্জনের লক্ষ্যে। এই পার্টি সুনির্দিষ্ট লক্ষ্য ও নীতি-আদর্শ নিয়ে আজও পর্যন্ত তার রণনীতি ও রণকৌশল সাজিয়ে সংগ্রামে অবতীর্ণ রয়েছে। জনসংহতি সমিতি হারিয়ে যায়নি। জনসংহতি সমিতি এখনো আন্দোলনরত। আন্দোলনের রূপ পাল্টেছে, ভবিষ্যতেও পাল্টাবে। কাজেই জুম্ম জনগণকে ভয় পেলে চলবে না। সত্য-মিথ্যা যাচাই করে আন্দোলনকে বুকে ধারণ করতে হবে। যেকোনো সময় যে-কোনো প্রকার সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরও জুম্মদের ভাগ্য খুলেনি। চুক্তি বাস্তবায়ন না করে, বরং প্রতারণা করা হয়েছে। জুম্ম জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় জীবন কাটাচ্ছে।
❝পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন❞ এ আহ্বানের মধ্য দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশ ও আলোচনায় জনসংহতি সমিতির সহ সভাপতি শ্রী ঊষাতন তালুকদার এ কথা বলেন।
🟦 ফেসবুক: / janasamhatisamiti
▶️ ইউটিউব: / @pcjss1972
🌐ওয়েব সাইট: https://www.pcjss.org/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: