এক না হলে ডুববে তরী | শপথের দেয়াল | | ঐক্যের ডাক | New Bangla Patriotic Song 2026 | Voice of Mimbor
Автор: Voice of Mimbor
Загружено: 2026-01-14
Просмотров: 8708
ভেঙো না এই শপথের দেয়াল, ছিঁড়ো না এই বাঁধন... 🇧🇩
আমাদের এই গান "শপথের দেয়াল" শুধু একটি গান নয়, এটি সময়ের দাবি। মেঘ জমেছে আকাশে, পুরনো ইতিহাস আর ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে এই গান আমাদের আহ্বান জানাচ্ছে—বিভেদ ভুলে এক হওয়ার। নিজেদের ফাটল দিয়ে যেন শত্রু প্রবেশ না করতে পারে, সেই সতর্কবার্তাই এই গানের মূল সুর।
আসুন, মান-অভিমান ভুলে দেশের স্বার্থে এক কাতারে দাঁড়াই।
🎵 Song: Shapother Deyal (শপথের দেয়াল)
✍️ Lyrics and Tune: Voice of Mimbor
🎼 Composition:
Lyrics:
ভুলে গেছিস সব?
পিঠের দাগগুলো কি মুছে গেছে?
নাকি ক্ষমতার লোভে অন্ধ হয়েছিস আজ!
শোন... মহাকাল ডাকছে!
অতীতের সেই শিকল পরা রাত, মনে কি পড়ে না?
জেল-জুলুম আর নির্যাতনের দাগ, শরীরে ধরে না?
১১ দল আর এক কাতারে, নিয়েছিলি যেই শপথ,
আজ কেন ভাই ক্ষমতার মোহে, ভুললি আপন পথ?
নিজেদের পায়ে কুড়াল মেরে, করছিস কার লাভ?
জনতার চোখে ধুলো দিয়ে, বাড়াস না আর পাপ!
ভাঙলে এই জোট, মরবি তোরা, ডুববে সারা দেশ!
ক্ষমতার লোভে করিস না রে সব কিছু আজ শেষ!
আত্মঘাতী সিদ্ধান্তে ভাই, নামবে অন্ধকার,
ঐক্য ছাড়া বাঁচার কোনো নেই রে অধিকার!
নেই রে অধিকার!
ভাইকে হারানোর এ কোন কৌশল? এ কেমন সমীকরণ?
তলে তলে কি শত্রুর সাথে মেলালি করমর্দন?
ভাবছিস তোরা পার পাবি সব, একা করে রাজ?
বোকার স্বর্গে বাস করছিস, ভেঙে যাবে সাজ!
সম্মান আগে না গদিটা আগে? উত্তর দে আজ,
বিশ্বাসঘাতক হলে তোদের মাথায় পড়বে বাজ!
এখনো সময় আছে ফিরে আয়, সমঝোতার পথে,
জনগণের কল্যাণ ভাব, উঠিস না আর রথে।
এই ফাটলে ঢুকবে সাপ, ছড়াবে বিষের দাহ,
এক না হলে তোদের গ্রাস করবে মহাবাহু!
'ভয়েস অফ মিম্বর' আজ হুঙ্কার দিয়ে কয়,
ভেদাভেদ ভুলে এক হ, তবেই হবে জয়!
ভাঙলে এই জোট, মরবি তোরা, ডুববে সারা দেশ!
ক্ষমতার লোভে করিস না রে সব কিছু আজ শেষ!
আত্মঘাতী সিদ্ধান্তে ভাই, নামবে অন্ধকার,
ঐক্য ছাড়া বাঁচার কোনো নেই রে অধিকার!
ষড়যন্ত্র নিপাত যাক...
ঐক্য জিন্দাবাদ!
এখনো সময় আছে...
জাগো! এক হও!
না হলে সব শেষ... সব শেষ!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবার কাছে এই ঐক্যের বার্তা পৌঁছে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
#ShapotherDeyal #BanglaSong #PatrioticSong #Unity #Bangladesh #NewSong2026
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: