♦️♦️মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে প্রিয়ন্তীর ক্ষত বিক্ষত শরীরটি। পিঠে মারার দাগগুলো স্পষ্ট। কিছু ক্ষত থেকে
Автор: ছোট গল্প
Загружено: 2025-10-20
Просмотров: 19697
মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে প্রিয়ন্তীর ক্ষত বিক্ষত শরীরটি। পিঠে মারার দাগগুলো স্পষ্ট। কিছু ক্ষত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরটাকে নিয়ে বিছানা অবধি যাবার শক্তিটুকু পাচ্ছে না সে। তাই নিথর শরীরটি সেখানেই পড়ে রয়েছে৷ ব্যাপারটা নতুন নয় প্রিয়ন্তীর কাছে। দুদিন পর পর তার এরকম আচারণের সাথে তার পরিচয় হয়। আজ প্রিয়ন্তীর দোষ হলো সে ইরফানের ড্রয়ারে হাত দিয়েছে। একজন স্ত্রী তার স্বামীর ড্রয়ারে হাত দিবে ব্যাপারটা খুব বেশি বেমানান নয়। কিন্তু মূলত সেই ড্রয়ারটাতে ইরফানের নেশার দ্রব্যগুলো ছিলো। আফসোস এই ব্যাপারটা প্রিয়ন্তীর জানা ছিলো না। প্রিয়ন্তী স্বাভাবিকভাবেই সেই ড্রয়ারটি পরিষ্কারের জন্য খুলেছিলো। যখন ড্রয়ারটি খুললো, দেখলো তাতে শুধু ইঞ্জেকশন এবং ঔষধের পাতা। প্রিয়ন্তীর বুঝতে বাকি রইলো না, এই ঔষধের পাতাগুলো কিসের! ইরফানের বাসায় আসতে আসতে সাধারণত রাত দশটার বেশি বাজে। সেদিনও সেটার ব্যাতিক্রম হলো না। বাসায় ঢুকতে ঢুকতে খিটখিটে গলায় বললো সে,
শালার জীবনটা আর ভালো লাগছে না। ইচ্ছে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: