কোলের ছেলে, ধুলো ঝেড়ে তুলে নে মা কোলে - রজনীকান্ত সেন - Koler chele dhulo jhere tule ne ma kole
Автор: বিশাখদত্ত
Загружено: 2020-08-02
Просмотров: 88798
কোলের ছেলে, ধূলো ঝেড়ে, তুলে নে কোলে
ফেলিস নে মা ধূলো-কাদা মেখেছি বলে।।
সারা দিনটে করে খেলা, ফিরেছি মা সাঁঝের বেলা
(আমার) খেলার সাথী যে যার মত গিয়েছে চলে।।
কত আঘাত লেগেছে গায়, কত কাঁটা ফুটেছে পায়
(কত) পড়ে গেছি, গেছে সবাই চরণে দলে।।
কেউ ত’ আর চাইলে না ফিরে, নিশার আঁধার এল ঘিরে,
(তখন) মনে হল মায়ের কথা, নয়নের জলে।।
রজনীকান্ত সেন।
গানঃ ‘খেলা-ভঙ্গ’
কাব্যগ্রন্থঃ ‘বাণী’।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: