নেশা আমি ছাইড়া দিলে তোমার মায়ায় পড়ি || নিউ বাংলা গান ২০২৫ ||
Автор: JH Gan
Загружено: 2025-12-14
Просмотров: 360
Song:Nesha ami chaira dile tomar mayay pori
Lyric: Jubayer Hossain
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি ।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
অমূল্য জীবন আমার
অন্ধকার ঠিকানা,
মরে যাবো পেয়ে একদিন
হয়তো যন্ত্রণা!
অমূল্য জীবন আমার
অন্ধকার ঠিকানা,
মরে যাবো পেয়ে একদিন
হয়তো যন্ত্রণা!
মরে গেলে ওই কবরে
হবে আমার বাড়ি।..
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি ।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
তোমার পিঁছে ঘুইরা ঘুইরা
জীবন আমার গেলো পুইড়া,
তোমার পিঁছে ঘুইরা ঘুইরা
জীবন আমার গেলো পুইড়া।
এই জীবন হাতে নিলে দেখবা ছাঁই-খালি।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
সবচেয়ে বড় নেশা মায়ায় পড়া হায়,
কারো মায়ায় পড়লে জীবন ধ্বংস হয়ে যায়!
সবচেয়ে বড় নেশা মায়ায় পড়া হায়,
কারো মায়ায় পড়লে জীবন ধ্বংস হয়ে যায়!
তোমার মায়ায় পইরা আমি করি আহাজারি!
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
আয়নার সামনে দাঁড়াইয়া কল্পনা করি,
আগের আমায় পাইনা খুঁইজা এখন পুরোপুরি।
আয়নার সামনে দাঁড়াইয়া কল্পনা করি,
আগের আমায় পাইনা খুঁইজা এখন পুরোপুরি।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
নেশা আমি ছাইড়া দিলে
তোমার মায়ায় পড়ি,
তোমার মায়ায় পইরা আবার
নেশা হাতে ধরি।
#নেশা_আমি_ছাইড়া_দিলে_তোমার_মায়া _পড়ি
#বাংলা_গান_২০২৫
#জুবায়ের_হোসেন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: