একদিনে ঘুরে আসুন বাশঁখালী বাহারছড়া ও খানখানাবাদ সমুদ্র সৈকত | বাহারছড়া খানখানাবাদ সমুদ্র সৈকত
Автор: ADI VLOGS BD
Загружено: 2025-05-09
Просмотров: 3466
একদিনে ঘুরে আসুন বাশঁখালী বাহারছড়া ও খানখানাবাদ সমুদ্র সৈকত | বাহারছড়া খানখানাবাদ সমুদ্র সৈকত
#বাশঁখালী #বাহারছড়া #খানখানাবাদ #সমুদ্র সৈকত
বাঁশখালী উপজেলা
বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত বঙ্গোপসাগর উপকূলবর্তী একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলার ৫ম বৃহত্তম উপজেলা। এই উপজেলায় রয়েছে কক্সবাজার এর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, যার নাম বাঁশখালী সমুদ্র সৈকত। তবে এটি এটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত। কিন্তুু বাহারছড়ার পাশে আরো একটি সমুদ্র সৈকত আছে যার নাম খানখানাবাদ সমুদ্র সৈকত।
চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে বাঁশখালী যাওয়ার জন্য সিএনজি এবং বাস রয়েছে। আপনি যদি চট্টগ্রাম শহর ছাড়া অন্য কোন জেলা থেকে আসেন তাহলে আপনাকেও চট্টগ্রাম শহর এসে নতুন ব্রিজ থেকে একই ভাবে যেতে হবে।
নতুন ব্রিজ থেকে বাসে অথবা সিএনজি করে প্রথমে চলে আসবেন গুনাগারি স্টেশন। লোকল বাসে জনপ্রতি ৮০ টাকা, সুপার সার্ভিস বাসে ১১০ টাকা, এবং সিএনজিতে ১০০ টাকা, আপনার যেভাবে পছন্দ সেভাবে আসতে পারবেন। সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট মতো।
গুনাগরি বাজার থেকে আপনি চাইলে খান খানা বাদ সমুদ্র সৈকত যেতে পারেন,নয়তো সরাসরি গুরাগরি বাজার থেকে বাহার চড়া সমুদ্র সৈকত যেতে পারেন।
গুনাগরি থেকে খানখানাবাদ সমুদ্র সৈকত যেতে হলে, গুনাগরি বাজার থেকে সিএনজি করে চলে আসবেন মোশাররফ আলী মিয়া বাজার, ভাড়া নিবে সিএনজিতে জনপ্রতি ২৫ টাকা।
বাজার থেকে এই ব্রিজ টা পার হয়ে একটু সামনে গেলে আবারও সিএনজি পাবেন। সিএনজি করে চলে আসবেন খানখানাবাদ সমুদ্র সৈকত। ভাড়া জনপ্রতি ১৫ টাকা।
এটা হচ্ছে খানখানা বাদ সমুদ্র সৈকত, এখানে দেখেন কয়েকটি দোলনা আছে, যেখানে বসে দোল খাওয়া আর ছবি তুলার মজাই আলাদা। এবং এখানে ছোট কাটো অনেক খাবারের দোকান আছে।
খানখানানা বাদ সমুদ্র সৈকত থেকে হেঁটে আপনি বাহারছড়া সমূহ সৈকতে যেতে পারবেন। তবে সেটা যদি না চান সরাসরি সরাসরি যেভাবে বাহার ছড়া সমুদ্র সৈকত যাবেন।
গুনাগরি বাজার থেকে সিএনজি নিয়ে চলে আসবেন বশির উল্যাহ মিয়াজি বাজার। তবে আপনি চাইলে পালেগ্রাম ও নামতে পারেন, যা গুনাগরি বাজার থেকে একটু সামনে, গুনাগারি বাজার অথবা পালেগ্রাম থেকে সিএনজি করে চলে আসবেন বশির উল্যাহ মিয়াজি বাজার। ভাড়া সিএনজিতে জনপ্রতি ৩০ টাকা।
বশির উল্যাহ মিয়াজি বাজার থেকে অটোরিকশা নিয়ে সরাসরি বাহারছড়া সমুদ্র সৈকত,ভাড়া জনপ্রতি ১০ টাকা।
বাহার চড়া সমুদ্র সৈকত যার প্রধান নাম হচ্ছে বাঁশ খালী সমুদ্র সৈকত। কিন্তুু এটা বাহারছড়া সমুদ্র সৈকত নামে বেশি পরিচিত।
বাহারছড়া সমুদ্র সৈকতে ভালো মানের কিছু রেস্টুরেন্টে ও খাবারের দোকান আছে। এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে।
বন্ধুরা আমার থেকে ২ টা সমুদ্র সৈকত থেকে বাহারছড়া সমুদ্র সৈকত অনেক ভালো লেগেছে আপনাদের কোন সমুদ্র সৈকত ভালো লেগেছে কমেন্ট করে বলবেন।
You Can Mail Me Any Kind Of Sponsor Video:
[email protected]
𝔽𝕠𝕝𝕝𝕠𝕨 𝕞𝕖 𝕠𝕟 𝕤𝕠𝕔𝕚𝕒𝕝 𝕞𝕖𝕕𝕚𝕒
🔰FACEBOOK PAGE -
/ adivlogsbde
Welcome To ADI VLOGS BD Youtube Channel.
I Am A Bangladeshi Vloger.
I Make travel vlog,travel guide,trip plaing,daily life vlog,food vlog,funny video,historical place heritage,information,bd travel vlog,bangla vlog,new vlog etc
So Guys If You Likes My Videos Then Please Subscribe My Youtube Channel And Press The Bell Icon For All The Latest Updates.
Thank you !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: