জ্যামিতি | Higher Math | Md. Enamul Islam Rehan | SSC'23 | লক্ষ্য জিপিএ-৫ | Shikho
Автор: Shikho
Загружено: 2023-03-01
Просмотров: 69272
আজকের এই ক্লাসে মূলত উচ্চতর গণিতের জ্যামিতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকসমূহ আলোচনা হয়েছে। এছাড়াও বরাবরের মতই ক্লাসটি নিয়েছেন তোমাদের সবার প্রিয় এনামুল ইসলাম রেহান ভাই । ক্লাসের একদম শুরু থেকেই তোমরা দেখো, প্রব্লেম সলভিং করা হয়েছে এবং প্রতিটি প্রশ্ন সলভের পাশাপাশি ব্যাসিক নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। প্রতিটি CQ এবং MCQ সমাধান করে এবং সমাধান পদ্ধতি বিশ্লেষণ এর মাধ্যমে বুঝানো হয়েছে কেন এই টপিক টি তোমার SSC পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা SSC'23 ব্যাচের student আছো, আশা করি তোমাদের উচ্চতর গণিত বইয়ের জ্যামিতি চ্যাপ্টারে ইতিমধ্যে দেখে ফেলেছ এই টপিক গুলো নিয়ে কত তথ্য দেয়া আছে।
এরকমই দারুণ সব ক্লাস রেগুলার পেতে সাবস্ক্রাইব করো শিখোর ইউটিউব চ্যানেলে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: