Maa Tumi Kothay Gele | মা, তুমি কোথায় গেলে | Shawon Kumar Roy | Mother's Day Special 2025
Автор: Shawon Kumar Roy
Загружено: 2025-05-10
Просмотров: 1571
মা, তুমি কোথায় গেলে — এই গানটি আমি আমার মাকে হারানোর পর তার স্মৃতিকে উৎসর্গ করে লিখেছি, সুর করেছি এবং সংগীতায়োজন করেছি। দুই মাস আগেই মা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। এই প্রথম মা দিবসে মাকে ছাড়া…
আজো চোখ বন্ধ করলে মায়ের মুখটা স্পষ্ট দেখি, কিন্তু ছুঁতে পারি না।
মা নেই, কিন্তু মায়ের স্মৃতি রয়ে গেছে প্রতিটি নিঃশ্বাসে। যাঁরা তাঁদের মা'কে হারিয়েছেন তারা বুঝবেন—মাকে হারানোর কষ্ট কতটা গভীর, তাঁদের সকলের অনুভবের সাথে এই গানটি কথা বলবে। আজ বিশ্ব মা দিবসে, মায়ের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকে এই গানটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।
"যাদের মা বেঁচে আছেন, সময় থাকতেই মায়ের কদর করুন। একবার চলে গেলে— হাজার চাইলেও আর ছুঁয়ে দেখা যায় না।
মাকে ভালোবাসা, আজীবনের জন্য…
Song: Maa Tumi Kothay Gele
Lyric, Tune & Music: Shawon Kumar Roy
Release period: 11.05.2025 (International Mother's Day 2025)
Special thanks: Taslima Alam & Mahedi Hasan (Hamza)
Don't forget to subscribe to the channel: @ShawonKumarRoy
If you like the song, like and share it.।
Lyric...
তোমার ছোঁয়াটা ছিলো আলোয় ভরা,
তোমার ডাক ছিলো স্নেহে গড়া।
শৈশবের সেই গল্পগুলো,
আজো মনে বাজে সুর হয়ে ওরা।।
মা, তুমি কোথায় গেলে?
আমার চোখে জল এলে,
তোমার ছায়ায় ফিরতে চাই,
এই হৃদয় একলা মেলে।।
শেষ কথাটা বলা হলো না,
বুকে জমে আছে ব্যথার ধরা।
তুমি কি শুনতে পাও এখনো,
আমার ব্যথার কান্না ভরা।।
রাতের তারায় খুঁজি তোমায়,
বাতাসে খুঁজি তোমার গান।
স্বপ্নে এসো, একটু বলো,
তুমি আছো আমার প্রাণ।।
মা, আমি একা পথের বাঁকে,
তোমার আশীর্বাদ পড়ে থাক।
আমার গানে বেঁচে রবে,
তোমার আদর, তোমার ডাক।।
Like us on Facebook
/ voiceofshawon
Follow us on
/ shawonkumarroy5
/ shawonkumer. .
#মা_তুমি_কোথায়_গেলে
#MotherTribute
#shawonkumarroy
#MotherTribute
#BanglaEmotionalSong
#মা_দিবস
#InternationalMother'sDay2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: