Zakaria Street Food Tour | জাকারিয়া জমজমাট | Nakhoda Masjid
Автор: Move with Gargi
Загружено: 2023-04-06
Просмотров: 8649
রমজান মাস, রোজা, ইফতার, ঈদ এই শব্দগুলো মাথায় এলেই মনে হয় উৎসব আর এই উৎসবের সাথেই নিবিড় সম্পর্ক রয়েছে খাওয়া- দাওয়ার। কয়েকটা খাবার ছাড়া তো ইফতার সম্ভবই নয় যদিও স্থান,কাল,পাত্র ভেদে খাবারের ধরন- ধারন অবশ্যই বদলায় তাতে কোনো সন্দেহ নেই। তবে কিছু খাবার তো আছেই, যেমন- সরবত, ফল, ফালুদা, ছোলা ও মুড়ি, হালিম, শিরম|ল, বিভিন্ন কাবাব ও ভাজাভুজি আইটেম, মিষ্টি, চা ইত্যাদি ছাড়া অন্তত এই দেশে ইফতারের কথা মানুষ কখনই ভাবেন না। আর এইসব খাবারের বিপুল সম্ভার রয়েছে জাকারিয়াতে। অলিতে গলিতে খাবার... তাছাড়া রয়েছে নামকরা কিছু দোকান আর তাদের নামকরা সব খাবার। আর টেস্ট? সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। যেমন- সুফিয়ার হালিম, তাসকিনের মুর্গ চাঙ্গেজি, বম্বে হোটেলের বিরিয়ানি সহ কাবাব আইটেম, দিল্লী সিক্সের আফগানী চিকেন, আদমস এর কাবাব, আল বাইকের ভেটকি ফ্রাই আরো কতো কী... এইরকম আরও যে কত দোকান আর কতরকমের যে আইটেম বলে শেষ করা যাবে না। তাছাড়া যত্রতত্র ছড়ানো ফল,সরবত, সিমুই এর দোকান তো রয়েছেই। আর রয়েছে মিষ্টি। মিষ্টির কথা উঠলে হাজি আলাউদ্দিনের নাম তো বলতেই হয়। ওখানকার হালুয়া আর স্পেশাল লাড্ডুর কথা না বললে এই ফুড টুরটা অপূর্ন থেকে যাবে। সব মিলিয়ে জাকারিয়া জমজমাট।
zakaria street Kolkata
nakhoda masjid Kolkata
zakaria street
nakhoda masjid
#zakariastreet #zakariastreetfood #streetfoodkolkata #kolkatastreetfood
#murgchangezi #afganichiken #faluda #sutlikebab #taskeen #adamskebab #halim
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: