সফর মানে শুধু আনন্দ নয়, অনেক শিক্ষাও হয়।
Автор: IL Israfil haque
Загружено: 2026-01-09
Просмотров: 26
১.
দানারহাটে শুরু পথ,
হাসি ভরা যত কথা,
শিবগঞ্জ পেরিয়ে শেষে,
খেজুর বাগানে মন মাখা। 🌴💚
২.
চেনা রাস্তা, অচেনা সুখ,
হাওয়ায় উড়ে মন,
নারগুনের বাগানে গিয়ে,
মিলল শান্তির ক্ষণ। 🍃😊
৩.
রোদ-ছায়ার লুকোচুরি,
খেজুর পাতায় গান,
দানারহাট থেকে নারগুন,
স্মৃতির হলো দান। 🌞🌴
৪.
পথ চলাতে গল্প জমে,
হাসির ঝরনা ধারা,
খেজুর বাগানে বসে মনে,
এই তো সুখের সারা। 😄🌿
৫.
দূরে নয়, কাছেই সুখ,
মন জানে সে কথা,
দানারহাটের পথ ধরে,
মিলল জীবনের ব্যথা-মাখা ব্যস্ততা থেকে ছুটি-গাথা। 💚✨
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: