Jafar Khan Gazir Darga|| Jafar Khan Gazir Darga Rohosya Ved|| Hooghly Tribeni Gazir Darga||
Автор: বিনোদন
Загружено: 2023-02-05
Просмотров: 443
#জাফরখানগাজীরদরগা,।
এই সৌধটি দুটি মসজিদ নিয়ে গঠিত। দরগা টি হলো ছাদ বিহীন দুই প্রকষ্ট যুক্ত কক্ষ যেটি এট ও পাথরের তৈরি। এই দরগা টি ১২৯৮ সালে দিল্লির সুলতানের সেনাপ্রধান #জাফরখান, গাজী নির্মাণ করেন যা মসজিদের কেন্দ্রীয় মিরাবের উপর আরবী লিপী থেকে স্পষ্ট। পর্থনা হল ঘরটি পাঁচটি পাথরের তোল যুক্ত ধনুকাকৃতো খিলানের মধ্যে দিয়া প্রবেশ করেছে এবং সারিবদ্ধ অলংকৃত স্তম্ভ দ্বারা দুটি কুলুঙ্গিতে বিভক্ত হয়েছে। দশ গম্বুজ যুক্ত প্রাচীন মসজিদ টি মাদ্রাসা হিসাবে বাবহৃত হতো যার বেশির ভাগ গম্বুজ এখুন ধ্বংস প্রাপ্ত। এই সমাধিটি পূর্ব ভারতের বর্তমান সবচেয়ে প্রাচীন সুন্দর/ জমকালো সমাধি যা ১৩১৫ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর পশ্চিমে একটিতে উলুক - ই - আজম হুমায়ূন জাফর খান গাজী, তার দুই পুত্র আইন খান গাজী এবং ঘাইন খান গাজী এবং ছোট ছেলের পুত্র বধু বারখান গাজীর স্থী সমাধি আছে। পূর্ব দিকে বারখন ও তাঁর দুই পুত্র রহিম খান এবং করিম খানের সমাধি আছে। এই সৌধটি সম্ভবত মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হত। সৌধটি বেশির ভাগই বড় বড় ব্রাসালট ফলক যুক্ত। মসজিদ ও সমাধি দুটো তেই আগের কোনো কাঠামোর স্থাপত্য শিল্পের ও ভাস্কর্য যুক্ত প্রস্তুত ব্যবহার হয়েছে। দরগাটি ২৭.০৭.১৯০৮ তারিখে জাতীয় গুরত্বপূর্ন্য সৌধ হিসাবে ঘোষিত হয়েছে।
Address:- হাওড়া স্টেশন থেকে কাটোয়া লাইন ট্রেন ধরে ত্রিবেণী স্টেশন নামতে হবে। সেখান থেকে টোটো বা রিক্সা ধরে গাজীর দরগা আসতে হবে।
আমার চেনেল টাকে ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও ইউটিউবে পেতে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন।
Your Queries:
#zafarkhan,
#zafarkhangazirdarga,
#gazirdarga,
#gajirdargarohosyaved,
#hooghlytribenigazirdorga,
#india
#westbengal
#hooghly
#youtube
#youtuber
Link:
/ @biswajitbhowmick7230
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: