OLIKHITO HUMAYUN | HUMYUN AHMED | ATM M R MOHIM | MOHIM'S CCREATIONS | REMAKE | অলিখিত হুমায়ুন ।
Автор: Mohim's Creations
Загружено: 2025-11-13
Просмотров: 21
হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। হিমু, মিসির আলি, শুভ্র সহ অসংখ্য চরিত্র ও গল্প দিয়ে তিনি আজো বেঁচে আছেন, তার হাজারো পাঠকের হৃদয়ে। সাহিত্যে যেমন তার অবদান অনস্বীকার্য, ঠিক তেমনি সংস্কৃতিতেও। তার জীবদ্দশায় নির্মাণ করে গেছেন অসংখ্য কালজয়ী বিভিন্ন দৈর্ঘ্যের চলচ্চিত্র। যেমনঃ কোথাও কেউ নেই, উড়ে যায় বকপক্ষী, আজ রবিবার, বৃক্ষমানব ইত্যাদি।
কিন্তু, তাঁর সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসাটা কেমন তা হয় তো তাঁকে আমরা কখনো লিখে দিতে পারি নি।
তাই, আজ তাঁর ৭৭তম জন্মবার্ষিকীতে আমাদের ছোট্ট আয়োজন।
-------------------------------------------অলিখিত হুমায়ুন-----------------------------------------------------
হুয়ামুন আহমেদের এই জন্মবার্ষিকীটা মুহিম’স ক্রিয়েশান্স পালন করছে তার বেশকিছু চলচ্চিত্রের বিখ্যাত কিছু দৃশ্য নতুনভাবে তৈরি করার মাধ্যমে। যেমনঃ
১. কোথাও কেউ নেই (পর্বঃ ২)
২. উড়ে যায় বক পক্ষী (পর্বঃ ৫)
৩. আজ রবিবার (পর্বঃ ৫)
৪. বৃক্ষ মানব
৫. তারা তিনজন ফুচকা বিলাস
৬. উড়ে যায় বক পক্ষী (পর্বঃ ১৪)
৭. কোথাও কেউ নেই (পর্বঃ ১২)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: