আদর্শ শিক্ষক রামনাথ খুবই দারিদ্র্যের মধ্যে দিয়ে টোল চালালেও কখনও রাজ অনুগ্রহ নেন নি
Автор: Mihir Kumar Halder
Загружено: 2021-06-14
Просмотров: 567
বুনো রামনাথ ( Buno Ramnath ) শিক্ষক
রামনাথ তর্কসিদ্ধান্ত, যিনি বুনো রামনাথ নামে অধিক প্রসিদ্ধ,
জন্ম ১৭৭০ সালে৷ তারিখ নিয়ে মতবিরোধ আছে৷ পিতার নাম
অভয়রাম তর্কভূষণ(পদবীঃ ভট্টাচার্য )৷
বুনো রামনাথের জন্মস্থান সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ
দেখা যায়৷ ডঃ অলোক কুমার চক্রবর্তীর মতে তিনি পূর্ববর্ধমান
জেলার ধাত্রীগ্রামের ভট্টাচার্যবংশীয় অভয়রাম তর্কভূষণের পুত্র
ছিলেন৷ অন্য ইতিহাসবিদ বলেছেন রামনাথের জন্মস্থান ছিল
পূর্ব বর্ধমানে সমুদ্রগড়ে৷
ধাত্রীগ্রাম থেকে মাইল দশেক পশ্চিমে সহজপুর গ্রামে বুনো-
রামনাথ যে বাড়িতে বসবাস করতেন, সেই বাড়িটি আজও
মাথা উঁচু করে দাড়িয়ে আছে৷ প্রায় তিনশো বছরের পুরনো
মাটির দোতলা বাড়ি৷ উপর নীচে চারটি ঘর৷ ঐ বাড়িতে
বুনো রামনাথের বংশধররা আজও বাস করছেন৷
সূত্রঃ বিপ্লব ভট্টাচার্য(বংশধর) Sahajpur is on Facebook.
গুরুকূল প্রথায় গুরুগৃহে শিক্ষা শেষ করে নবদ্বীপে
বিদ্যালয় খোলেন রামনাথ৷ একই সময় নবদ্বীপে দুই জন
রামনাথ তর্কসিদ্ধান্ত ছিলেন৷ একজন নৈয়ায়িক(Logical)৷
অন্য জন স্মার্ত৷ যিনি নৈয়ায়িক ছিলেন তাঁকে বলা
হতো বুনো রামনাথ৷ আর অন্য জনকে গেঁয়ো রামনাথ৷
অষ্টাদশ শতাব্দীর নবদ্বীপ বিশিষ্ট নৈয়ামিক
পন্ডিত এবং আদর্শ শিক্ষক৷ তিনি নবদ্বীপে এক বনে
চতুস্পাঠী স্থাপন করেছিলেন৷ তাঁর চতুস্পাঠী বনের মধ্যে
অবস্থিত হওয়ায় তাঁকে “ বুনো “ বলা হতো৷
তথ্য সূত্র : বুনো রামনাথ – উইকিপিডিয়া৷
রামনাথ খুবই দারিদ্র্যের মধ্য দিয়ে টোল চালালেও কখনও
রাজ অনুগ্রহ নেন নি৷ নদিয়ারাজ নবদ্বীপে এসে তাঁর
দারিদ্র্যের অবস্থা দেখে তাঁকে জিজ্ঞাসা করেন,তাঁর কোন
সাংসারিক বিষয়ে অনটন আছে কিনা৷তাঁর উত্তরে তিনি
বলেন_ না, আমার কিছুই অনটন নাই, আমার কয়েক
বিঘা ভূমি আছে, তাহাতে যথেষ্ট ধান্য উৎপন্ন হয়, আর
সম্মুখে এই তিস্তিড়ী বৃক্ষ(তেঁতুল গাছ) দেখিতেছেন, ইহার
পত্র আমার গৃহিণী দিব্য পাক করেন, অতি সুন্দর লাগে, আমি
স্বচ্ছন্দে তাহা দিয়া অন্ন আহার করি৷
দদীনবন্ধু মিত্র তাঁর “দীনবনন্ধু রচনা সংগ্রহ”পুস্তকে
ত্যাগী পুরুষ সম্পর্কে লেখেন- “বুনো রামনাথ ভট্টাচার্য বিজ্ঞবর
বিভব-বাসনা-হীন, জ্ঞানে বিভাকর;…সমাদরে মহারাজ বহু ধন
দিল, অধ্যায়ন রিপু বলি তখনি ত্যাজিল”৷
নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে ২০১৯ সালে
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তালিকাভুক্ত হয় বুনো রামনাথের ভিটে৷
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: