ভক্তের অনুরোধে আকরাম ভাই কিনে দিলেন গরু! 😲 | Akram Vai Goru Kena | Gabtoli Haat
Автор: Pura Bangla
Загружено: 2026-01-22
Просмотров: 3267
#AkramVaiGoruKena #GabtoliHaat #CowBuyingBD
গাবতলী হাটে আজ আকরাম ভাইয়ের গরু কেনা দেখলাম ২২ জানুয়ারি ২০২৬।
ভক্তের অনুরোধে আকরাম ভাই নিজেই ৬৮,০০০ টাকায় একটি বকনা গরু কিনে দেন।
Akram Vai er goru kena ও Gabtoli Haat live dor dam এই ভিডিওতে।
আজ ২২ জানুয়ারি ২০২৬ গাবতলী হাটে আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও।
শুরুতেই পান্না বেপারির গরুতে দরদাম হলেও মিস ফিল্ডিং হয়।
এরপর আরও কয়েকটি গরু দেখা হয়, কিন্তু ডিল হচ্ছিল না।
এই সময় একজন ভক্ত (মামা) আকরাম ভাইকে অনুরোধ করেন—
👉 “মামা, আমার জন্য একটা গরু কিনে দেন”
ভক্তের অনুরোধে আকরাম ভাই নিজেই বেছে নেন
🐄 একটি বকনা গরু – দাম ৬৮,০০০ টাকা
এরপর আকরাম ভাই নিজের জন্য নেন—
• ১টি লাল দেশি ষাঁড়
• আরেকটি ষাঁড় ১ লাখ ২৬ হাজার টাকায়
• শেষ গরুটি ফটিক বেপারির কাছ থেকে শালিশের মাধ্যমে
এই ভিডিওতে দেখবেন—
• Akram Vai goru kena
• Gabtoli haat live dor dam
• Miss fielding + shalish deal
• ভক্তের জন্য গরু কিনে দেওয়ার মুহূর্ত
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: