Ekun modhur sharab dile।। Nazrul Sangeet ।। Yeakub Ali Khan।। এ কোন মধুর শরাব দিলে
Автор: Prio Nazrul
Загружено: 2015-10-28
Просмотров: 157182
এ কোন মধুর শরাব দিলে আল আরাবী সাকী
কথাঃ কাজী নজরুল ইসলাম
সুরঃ কমল দাশগুপ্ত
প্রথম শিল্পীঃ আব্বাসউদ্দিন আহমদ
প্রকাশনা প্রতিষ্ঠানঃ টুইন
প্রকাশকালঃ ১৯৩৭
বর্তমান শিল্পী: ইয়াকুব আলী খান
মিডিয়া: একুশে টেলিভিশন
অনুষ্ঠান: যে আল্লাহর কথা শোনে
গবেষণা, পরিচালনা ও সঞ্চালনা: মোঃ জেহাদ উদ্দিন
এ কোন মধুর শরাব দিলে আল আরাবী সাকী
নেশায় হলাম দীওয়ানা যে, রঙ্গিন হল’ আঁখি।।
তৌহিদের সিরাজী নিয়ে
ডাকলে সবায়ঃ “যা রে পিয়ে।’’
নিখিল জগৎ ছুটে এল, রইল না কেউ বাকী।।
বসল তোমার মহফিল দূর মক্কা- মদীনাতে,
আল- কোরানের গাইলে গজল শবে কদর রাতে।
নরনারী বাদশাহ ফকির
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজরানা দিল রাঙ্গা পায়ে রাখি।।
তোমার কাসেদ খবর নিয়ে ছুটলো দিকে দিকে,
তোমার বিজয়- বার্তা গেল দেশে দেশে লিখে।
লা-শরীকের জলসাতে তাই
শরীক হল এসে সবাই
তোমার আজান- গান শুনালো হাজার বেলাল ডাকি।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: