উগান্ডা, কেনিয়া আর রুয়ান্ডা এই তিন দেশে ভ্রমণের জন্য সহজ উপায়ে কীভাবে ইস্ট আফ্রিকা ভিসা করবেন?
Автор: Explore With Nipu
Загружено: 2025-09-07
Просмотров: 589
✈️ ইস্ট আফ্রিকা ভিসা প্রসেসিং স্টেপ বাই স্টেপ
ইস্ট আফ্রিকা টুরিস্ট ভিসা (EATV) দিয়ে একসাথে ভ্রমণ করতে পারবেন কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা – এক ভিসায় তিন দেশ। ভিসার মেয়াদ সাধারণত ৯০ দিন, মাল্টি এন্ট্রি।
👉 ধাপসমূহ:
1️⃣ রুট ঠিক করুন – কোন দেশ থেকে ঢুকবেন সেটা ঠিক করুন। (যে দেশ থেকে ভিসা নেবেন, সেটাই হতে হবে প্রথম প্রবেশ দেশ)।
2️⃣ ডকুমেন্ট প্রস্তুত রাখুন –
• পাসপোর্ট (মেয়াদ ৬ মাসের বেশি)
• পাসপোর্ট সাইজ ছবি
• ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট
• রিটার্ন/অনওয়ার্ড টিকিট
• হোটেল বুকিং/ট্রাভেল ইটিনারারি
3️⃣ অনলাইন পোর্টালে আবেদন করুন –
• কেনিয়া: Kenya eTA/eVisa সাইট
• উগান্ডা: visas.immigration.go.ug
• রুয়ান্ডা: IREMBO (irembo.gov.rw)
4️⃣ ফরম পূরণ করুন – ব্যক্তিগত তথ্য, ভ্রমণ পরিকল্পনা, পাসপোর্ট ডিটেইলস দিন।
5️⃣ ডকুমেন্ট আপলোড করুন – স্ক্যান/ফটো আপলোড করতে হবে।
6️⃣ ফি পরিশোধ করুন – সাধারণত ১০০ মার্কিন ডলার, অনলাইন কার্ডে পেমেন্ট করতে হয়।
7️⃣ ভিসা অনুমোদন ডাউনলোড করুন – ইমেইল/অ্যাকাউন্ট থেকে ই-ভিসা ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
8️⃣ দেশে প্রবেশকালে দেখাতে হবে – পাসপোর্ট, ই-ভিসা, ইয়েলো ফিভার সার্টিফিকেট, টিকিট ও হোটেল বুকিং।
💡 টিপস:
• পাসপোর্টের মেয়াদ অবশ্যই চেক করুন।
• ভ্যাকসিন নিন ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে।
• ভিসা শুধু কেনিয়া-উগান্ডা-রুয়ান্ডার মধ্যে বৈধ, বাইরে গেলে ভিসা বাতিল হয়ে যাবে।
#EastAfricaVisa
#KenyaVisa
#UgandaVisa
#RwandaVisa
#TravelVisa
#VisaGuide
#BangladeshiTraveler
#AfricaTour
#TravelTips
#VisaProcessing
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: