পাঁচ ওয়াক্ত নামাজ অমান্যকারীরা কোরআনের সালাত শব্দটি কিভাবে বিকৃত করে বিস্তারিত জেনে নিন
Автор: On the way to Quran and Kaaba(কুরআন এবং কাবার পথে)
Загружено: 2025-10-16
Просмотров: 384
ইনসানকে আল্লহ ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়েছেন। তাই সে যদি ইচ্ছা করে সৎ পথে চলবে চলতে পারবে। আর সে যদি ইচ্ছা করে অসৎ পথে চলবে চলতে পারে। এই স্বাধীনতা আল্লহ তাআলার পক্ষ থেকে।
এখানে কেউ কারোর স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারবে না।
وَقُلِ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۟ فَمَنۡ شَآءَ فَلۡیُؤۡمِنۡ وَّمَنۡ شَآءَ فَلۡیَکۡفُرۡ ۙ اِنَّۤا اَعۡتَدۡنَا لِلظّٰلِمِیۡنَ نَارًا ۙ اَحَاطَ بِہِمۡ سُرَادِقُہَا ؕ وَاِنۡ یَّسۡتَغِیۡثُوۡا یُغَاثُوۡا بِمَآءٍ کَالۡمُہۡلِ یَشۡوِی الۡوُجُوۡہَ ؕ بِئۡسَ الشَّرَابُ ؕ وَسَآءَتۡ مُرۡتَفَقًا
[১৮:২৯] তুমি বলে দাও! তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে। যার খুশি ঈমান আনবে, আর যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করবে। আমি অত্যাচারী জালিমদের জন্যই আগুন তৈরি করে রেখেছি। তার বেড়া তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে, তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা। মুখ তাতে সেদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা।
لَۤا اِکۡرَاہَ فِی الدِّیۡنِ ۟ۙ قَدۡ تَّبَیَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَیِّ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَیُؤۡمِنۡۢ بِاللّٰہِ فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی ٭ لَا انۡفِصَامَ لَہَا ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ
[২:২৫৬] ইসলামি জীবনব্যবস্থায় কোনো বলপ্রয়োগ নেই। সুষ্ঠু সঠিক পথ, ভ্রান্ত পথ থেকে সুস্পষ্টরূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে। সুতরাং, যে কেউ শায়ত্বনি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লহ্ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে, যা কখনো টুটবে না। আর আল্লহ্ শোনেন ও জানেন সবই।
ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী
হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাসসির
চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: