The Tomb of ERTUGRUL Gazi / এরতুরুল গাজীর মাজার
Автор: MUHAMMAD NEZAM UDDIN
Загружено: 2022-05-21
Просмотров: 22028
The Tomb of ERTUGRUL Gazi / এরতুরুল গাজীর মাজার @MUHAMMADNEZAMUDDIN
ওসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতা এরতুরুল গাজী মাজার। তুরস্কের বিলেজিক প্রভিন্সের সওয়ূত নামক স্থানে অবস্থিত। যিনি ১১৮৮ থেকে ১২৮১ সাল পর্যন্ত সওয়ূত নামক স্থানে কায়ি বংশের নেতৃত্ব প্রদান করেন।
মঙ্গলদের নির্যাতনের তুর্কমেনিস্থান থেকে তুরস্কে মালাজগিত নামক স্থানে হিজরত করা এরতুরুল গাজী পরবর্তীতে সওয়ুতের রোমান শাসককে পরাজিত করে সেখানে পুরো গোত্রসহ বসবাস শুরু করেন। জীবনদ্দশায় তিনি সেলজুক বংশের একজন বে হিসেবে নিয়োজিত ছিলেন।
পরবর্তীতে এরতুরুল গাজীর ছোট ছেলে ওসমান গাজীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওসমানীয় সালতান।
তুরস্কের জনপ্রিয় টিভি সিরিয়াল দিরিলিস এরতুরুল উনার জীবনির উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে।
১৩২৬ খ্রি. ওসমান গাজীর বড় ছেলে ওরহান গাজী বুরসা শহর বিজয় করেন। বুরসা বিজয়ের পরে ওসমান গাজীর মৃত্যুর পর থাকে বুরসায় সমাধিস্থ করা হয়। তুরস্কের জনপ্রিয় টিভি সিরিজ কুরুলুস ওসমান (kurulus osman) ওসমান গাজীর জীবনীর উপর নির্মিত হয়েছে। যেখানে ওসমান গাজীর বীরত্বগাথা জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ফুটে উঠেছে।
ওসমান গাজী এরতুরুল গাজীর ছোট ছেলে। যিনি সওয়ুতে জন্মগ্রহণ করেন। কায়ি বংশের প্রধান সুলেমান শাহ পরবর্তী প্রধান এরতুরুল গাজী নির্বাচিত হন। যার জীবন ইতিহাস নিয়ে তুরস্কের জনপ্রিয় টিভি সিরিয়াল দিরিলিস এরতুরুল (dirilis ertugrul) নির্মিত হয়েছে।
#osman #osmangazi #nezamuddin
👉🏻 If you like My Video Please Subscribe to my channel
/ @muhammadnezamuddin
👉🏻 Facebook Link:
/ nezamuddinmalek
👉🏻 Twitter Link:
/ muhammadnezamu3
👉🏻 Instagram Link:
/ nezam_uddin_bd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: