আলু নিয়ে মারামারি 😆 The second day in the village was great.
Автор: Mother & Son's Life story
Загружено: 2025-11-22
Просмотров: 3500
Assalamu Alaikum, I am Md. Tuhin. I hope you are all well by the grace of God. We are also well by the grace of God and your prayers. You will always be by our side. And you will always pray for us. 🙂
My Facebook ID: / md.tuhin.khan.185742
গ্রামে সবাই মিলে আলু নিয়ে যে মজার মারামারি করলো, তা দেখলে হাসি থামানোই কঠিন!
আলুর ঝুড়ি ঘিরে ছোট-বড় সবাই একসঙ্গে দৌড়ঝাঁপ, ঠাট্টা-তামাশা আর মজা—পুরো পরিবেশটা যেন উৎসবের মত হাসিখুশিতে ভরে উঠেছিল।
কে আলু ধরবে, কে আগে নেবে—এই নিয়ে শুরু হওয়া খুনসুটি মুহূর্তেই পরিণত হয় দারুণ এক আনন্দঘন খেলায়।
শেষ পর্যন্ত মারামারি নয়, হাসি-আনন্দ আর মিলেমিশে থাকার স্মৃতিটাই সবার মনে জায়গা করে নেয়।
গ্রামে সবাই মিলে আলু নিয়ে যে মজার মারামারি করলো, তা ছিল একেবারে সিনেমার মতো। সকালে জমি থেকে আলু তোলা শেষ হতেই সবাই আলুর ঝুড়িগুলো এক জায়গায় জড়ো করলো। তারপরই শুরু হলো আসল মজা!
কে বেশি আলু নেবে, কে আগে ধরবে—এই নিয়ে ছোট-বড়, ছেলে-বুড়ো সবাই একসঙ্গে হেসে-খেলে এমন এক খুনসুটি শুরু করলো যে চারপাশের লোকজন দাঁড়িয়ে দেখেই হাসতে বাধ্য হলো। কেউ আলু লুকিয়ে রাখছে, কেউ আবার দৌড়ে পালাচ্ছে; পিছন থেকে আর কেউ চুপিচুপি আলু কাড়ার চেষ্টা করছে—সব মিলিয়ে এক দারুণ প্রাণবন্ত মুহূর্ত তৈরি হয়েছিল।
মারামারি বললেও এটা ছিল নিখাদ আনন্দের খেলা। সবাই হাসতে হাসতে একে অপরকে ঠাট্টা করছে, কেউ পড়ে গেলে অন্যরা হাত বাড়িয়ে সাহায্য করছে—যেন গ্রামের মানুষের সহজ-সরল বন্ধুত্ব আর মিলেমিশে থাকার সুন্দর এক প্রমাণ।
দিনের শেষে আলুর হিসেব যতই গোলমাল হোক না কেন, এই হাসিখুশি পরিবেশটাই সবার মনে চিরদিনের মতো জায়গা করে নিল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: