মৌলভীবাজার জেলার সেরা ১০ দর্শনীয় স্থান
Автор: Rejaul Karim Vlog
Загружено: 2025-12-11
Просмотров: 68
১.লাউয়াছয়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় . ১১৫ টাকা প্রবেশ ফি। ঢাকা ও সিলেটের রেল পথ এই জাতীয় উদ্যান মধ্যে দিয়ে চলে গেছে।
হূমায় আহমেদ এর আমার আছে জল ছবির শুটিং করেছিল এই রেল লাইন এর ওপর তাছাড়া হিন্দি মূভি the world 80 days ছবির শুটিং করেছিল এই রেল লাইন এর ওপর.
২. মাধবকুণ্ড জলপ্রপাত বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক এর ভিতরে পড়ছে। ২০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করে ১৫/২০ মিনিট পায়ে হেঁটে পাওয়া যায়
৩. মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। লেকের চারপাশে টিলা , টিলার উপর চা বাগান রয়েছে। লেকের পানিতে লাল শাপলা ও বেগুনী শাপলা দেখা যায়
৪. নূরজাহান চা বাগান শ্রীমঙ্গল এর ভিতরে হলে ও কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান অথবা মাধবপুর লেক দিয়ে যাওয়া যায় .এখনের চা বাগান গুলো পাহাড়ের নিচ থেকে উপরে উঠে গেছে
৫. কালিঘাট পোস্ট অফিস শ্রীমঙ্গল উপজেলা থেকে ৬ কি মি দূরে ফিনলে চা বাগান এর ভিতরে অবস্থিত। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার আমলে তৈরি করা হয়েছে। ১০২ বছর পরে ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে ও এর কার্যক্রম চলমান রয়েছে
৬. চা কন্যার ভাস্কর্য শ্রীমঙ্গল শহর থেকে ১৩ কি মি দূরে শ্রীমঙ্গল টু শায়েস্তাগঞ্জ মহা সড়কের পাশে অবস্থিত। ফিনলে চা বাগান ভিতরে অবস্থিত।
৭. আলি নীল কন্ঠ টি কেবিন শ্রীমঙ্গল শহর থেকে ৩ কি মি দূরে অবস্থিত। ৭,৮,৯ রঙের চা পাওয়া যায়। ৭ রঙের চা ৭০ টাকা,৮ রঙের চা ৮০ টাকা, ৯ রঙের চা ৯০ টাকা।
৮. বধ্যভূমি ৭১, শ্রীমঙ্গল শহরের রয়েছে বধ্যভূমি ৭১। স্বাধীনতা স্মৃতি ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। ২০১০ সালের শেষের দিকে তৈরি করা হয়েছে
৯. কালিঘাট ভ্যালি ব্রীজ কালিঘাট পোস্ট অফিস থেকে মাত্র ১কি মি দূরে পূর্ব দিকে চা বাগান ও রাবার বাগান এর ভিতরে অবস্থিত
১০. সুজা নগর আতর উৎপাদন কেন্দ্র মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সুজা উৎপাদন হচ্ছে আতর। এই মূল্যবান সম্পদ বিক্রি হচ্ছে সৌদি আরব ও দুবাই সহ উন্নত দেশে
#explore #vlog #travel #mouliba
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: