'ভিক্ষা চাই না, কুকুর বাঁধ' অবস্থা বঙ্গ বিজেপির!
Автор: Breaking বাংলা
Загружено: 2026-01-25
Просмотров: 14003
গত শুক্রবার নির্বাচন কমিশনের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, এসআইআর নিয়ে তৃণমূল যেসব উস্কানি দিচ্ছে, বিক্ষোভ করছে, ভাঙচুর করছে, সে ব্যাপারে নির্বাচন কমিশন আদৌ কড়া হচ্ছে না। বরং নির্বাচন কমিশন চিঠি চাপাটির মধ্যেই নিজেদের কাজকর্ম সীমাবদ্ধ রেখেছে। কমিশন যদি কড়া পদক্ষেপ না করে, তাহলে তিনি বাংলার জনগণের হয়ে সুপ্রিম কোর্টে যাবেন। শুভেন্দুর এই ক্ষোভের কথা সম্ভবত জেনেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাই আইন ভেঙে বাংলায় ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ইআরওদের পরিবর্তে ভিন রাজ্যের অবজারভারদের ক্ষমতা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ইআরওদেরই ভোটার তালিকায় নাম বাদ দেওয়া এবং ঢোকানোর ক্ষমতা দেওয়া রয়েছে। কিন্তু এখন নতুন নিয়মে তাঁরা তা পারবেন না। ভিন রাজ্যের পর্যবেক্ষকরা চাইলে নাম বাদ দিয়ে দিতে পারেন এবং তাংরা সায় দিলে তবেই ইআরওরা ভোটার তালিকার নাম তুলতে পারবেন। অনেকেই বলছেন, কমিশন অনেক কিছুই করছে, কিন্তু তাতে যে মানুষের হয়রানি বাড়ছে তা বোধহয় বুঝতে পারছেন বিজেপি নেতারাও। তাই বিজেপি নেতাদের একাংশ এটা মনে করছেন যে, কমিশনের বাড়াবাড়ি রকমের পদক্ষেপে হয়রানি বাড়ছে মানুষের। সম্ভবত তাঁরা বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছেন। তাই এখন অনেক নেতারই 'ভিক্ষে চাই না, কুকুর বাঁধ, অবস্থা।
#breakingbangla #suvenduadhikary #mamatabanerjee #gyaneshkumar #sir #electioncommissionofindia #tapasroy #debjitsarkar #bjp #tmc #bengalipoliticalnews #bengalinews #bengalitrendingnews #bengalibreakingnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: