Dhaka Bahadur Shah Park | ভিক্টরিয়া পার্ক ঢাকা | Victoria Park | বাহাদুর শাহ পার্ক জনসন রোড
Автор: Rabin Travel & Vlog Creation
Загружено: 2025-06-17
Просмотров: 163
আজ আমরা ঘুরে দেখবো ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক যেটি ভিক্টরিয়া পার্ক নামেও পরিচিত। এবং জানবো এই পার্কের সাথে ইতিহাসের কি সম্পর্ক।
পার্কটি ডিম্বাকৃতি এবং পার্কটি লোহার রেলিং দিয়ে ঘেরা। এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান ফটক বা গেট রয়েছে। পার্কটির ভেতরে রেলিং এর পাশ দিয়ে পাকা রাস্তা করা হয়েছে। পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত।[১] পার্কটিকে ঘিরে ৭টি রাস্তা একত্রিত হয়েছে। এর চারপাশে সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ, উত্তর পাশেই অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাংক। উত্তর-পূর্ব কোনে আছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল, পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল, দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশেই রয়েছে ঢাকার জজ কোর্ট। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাখারী বাজারের মত ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসতে এ পার্ক এলাকার রাস্তাটিই প্রধান সড়ক।
আমাদের চ্যানেলের আরো কিছু ভিডিও :
ঢাকার হাতিরঝিল : • Dhaka Hatirjheel A Beautiful Place | Lake ...
ঢাকা রমনা পার্ক : • Dhaka Ramna Park Lake And Kids Zone | ঢাকা...
For Connecting Perpose :
Email & Facebook : Ahmedrabin152@gmail.com
Key Word : travel vlog, Dhaka Bahadur Shah Park, ভিক্টরিয়া পার্ক ঢাকা, Victoria Park, বাহাদুর শাহ পার্ক, Bahadur Shah Park, ভিক্টরিয়া পার্ক,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: