Ayna (আয়না) | New Bangla Sad Rock Song 2026 | Official Music Video
Автор: বাংলা কথক
Загружено: 2026-01-08
Просмотров: 216
Ayna (আয়না) | New Bangla Sad Rock Song 2026 | Official Music Video
"Ayna" (Mirror) is a gritty Bangla Sad Rock song about seeing your own past love reflected in a new couple. Watching strangers hold hands reminds the protagonist of his own failed relationship, realizing that every happy beginning often hides an inevitable heartbreak. A powerful Power Ballad for anyone haunted by memories.
Lyrics:
রাস্তার ওই পারে, দেখলাম দুজনায়
হাতে হাত রেখে তারা, হাটে কী মায়ায়!
ছেলেটার চোখে দেখি, আমার ই প্রতিচ্ছবি
মেয়েটার হাসিতে, হারানো পৃথিবী!
ঠিক যেন আমি আর, তুমি পাশাপাশি
কয়েক বছর আগের, সেই চেনা হাসি!
সময়টা থমকে গেল, ওদের ওই দেখায়
স্মৃতিরা ভীড় করে, মনের ই রেখায়
ওরা তো জানে না কিছু, আমি জানি সব
প্রেম শেষে পড়ে থাকে, শুধুই নীরব!
ও মন রে... পিছু টানিস না!
ওরা হাসে আজ, ঠিক আমাদের মতো!
বুকে আমার বাড়ে, পুরনো সেই ক্ষত!
হাতে হাত রাখা, সেই একই অভিনয়!
ওরা জিতেছে আজ, আমার পরাজয়!
রাস্তাটা একই আছে, বদলায়নি তো বাঁক!
ওদের ওই প্রেমে শুধু, আমার নাম থাক!
কানের কাছে ফিসফিস, সেই গোপন কথা!
জাগিয়ে দিল আমার, ঘুমন্ত ব্যথা!
চুলের ভাজে আঙ্গুল, আদুরে ছোঁয়া!
সবই আজ ধুলো আর, বিষাক্ত ধোঁয়া!
ওরাও কি জানত, পথের শেষেতে?
বিচ্ছেদ বসে আছে, ফাঁদ এক পেতে!
সময়টা থমকে গেল, ওদের ওই দেখায়
স্মৃতিরা ভীড় করে, মনের ই রেখায়
ওরা তো জানে না কিছু, আমি জানি সব
প্রেম শেষে পড়ে থাকে, শুধুই নীরব!
ও মন রে... পিছু টানিস না!
ওরা হাসে আজ, ঠিক আমাদের মতো!
বুকে আমার বাড়ে, পুরনো সেই ক্ষত!
হাতে হাত রাখা, সেই একই অভিনয়!
ওরা জিতেছে আজ, আমার পরাজয়!
রাস্তাটা একই আছে, বদলায়নি তো বাঁক!
ওদের ওই প্রেমে শুধু, আমার নাম থাক!
আজ ওরা ভাসছে, সুখের ই সাগরে
কাল ওরা ডুববে, চোখের ই পাথারে
ইতিহাস ফিরে আসে, ফিরে আসে ভুল
ঝরে যাবে একদিন, ভালোবাসার ফুল!
(Vocals scream): ভালোবাসার ফুল!
ওরা হাসে আজ, ঠিক আমাদের মতো!
বুকে আমার বাড়ে, পুরনো সেই ক্ষত!
হাতে হাত রাখা, সেই একই অভিনয়!
ওরা জিতেছে আজ, আমার পরাজয়!
রাস্তাটা একই আছে, বদলায়নি তো বাঁক!
ওদের ওই প্রেমে শুধু, আমার নাম থাক!
ঠিক আমাদের মতো...
পরাজয়...
#Ayna #BanglaRock #PowerBallad #Nostalgia #NewBanglaSong2026 #KosterGaan #Reflection #SadSong #BanglaBand #Heartbreak
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: