Ashtadashbhuja Mahalakshmi Aaradhana | অষ্টাদশভুজা মহালক্ষ্মীর আরাধনা
Автор: Ankita Paul
Загружено: 2024-08-05
Просмотров: 99687
শ্রী শ্রী চণ্ডীর তিন চরিত্র :
প্রথম চরিত্রে তিনি দশভূজা দশাননা মহাকালী। এই চরিত্রে তিনি পরোক্ষভাবে অর্থাৎ ভগবান বিষ্ণুকে আশ্রয় করে মধু-কৈটভ বধ করেন।
মধ্যম চরিত্রে তিনি অষ্টাদশভুজা মহালক্ষ্মী : এই চরিত্রে তিনি পূর্ণ যৌবনা। স্বয়ং মহিষাসুরকে বধ করে মহিষাসুরমর্দিনী। তাঁর আনন বা মুখ শ্বেতবর্ণ কারণ তা রূদ্রতেজ সম্ভূত। বাহু ও ঊরু- জঙ্ঘা নীলবর্ণ কারণ সে অংশগুলি বিষ্ণুতেজে গঠিত এবং চরণ ও শরীরের মধ্যভাগ রক্তবর্ণ কারণ তা ব্রহ্মার তেজে সৃষ্ট। (ভিডিওতে যেটা দেখছেন)
উত্তর বা অন্তিম চরিত্রে দেবী অষ্টভুজা মহাসরস্বতী, পুর্ণজ্ঞানের আধার। অজ্ঞানতার স্বরূপ শুম্ভ- নিশুম্ভ বধ করেন এই চরিত্রে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: